ঢাকা , সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ইউনিসেফের আশঙ্কা ১ কোটি ১০ লাখ মেয়ে ফিরবে না স্কুলে

  • পোস্ট হয়েছে : ০৯:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ৯ মার্চ ২০২২
  • 50

বিজনেস আওয়ার প্রতিবেদক : জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ আশঙ্কা প্রকাশ করে জানিয়েছে, করোনাভাইরাস মহামারির পরে বিশ্বব্যাপী ১ কোটি ১০ লাখের বেশি মেয়ে স্কুলে নাও ফিরতে পারে। সংস্থাটির ভাষ্য—স্কুল বন্ধ, অর্থনৈতিক চাপ এবং পরিষেবার ব্যাঘাত মেয়েদের স্বাস্থ্য, সামগ্রিক কল্যাণ ও ভবিষ্যতকে ঝুঁকির মধ্যে ফেলেছে।

মঙ্গলবার (৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবসে ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল এক বিবৃতিতে এ শঙ্কা প্রকাশ করেন।

বিবৃতিতে তিনি বলেন, ‘কোভিড-১৯ মেয়েদের জীবন ধ্বংস করছে। বিশ্বব্যাপী ১ কোটি ১০ লাখের বেশি মেয়ে করোনা মহামারির পরে স্কুলে নাও ফিরতে পারে।’ আগামী এক দশকে আরও ১ কোটি মেয়ে শিশু বিয়ের ঝুঁকিতে আছে বলেও মন্তব্য করেন তিনি।

ক্যাথরিন রাসেল বলেন, ‘যেহেতু, লকডাউন শিশুদের আরও বেশি সময় তাদের বাড়িতে কাটাতে বাধ্য করে, এক্ষেত্রে গৃহস্থালি কাজের বেশিরভাগই মেয়েদের কাঁধে বর্তায়। অনেকে তাদের নির্যাতনকারীর সঙ্গে একসাথে থাকতে বাধ্য হচ্ছে এবং তাদের সুরক্ষার জন্য সহায়ক সেবা ও কমিউনিটি থেকে বিচ্ছিন্ন থাকছে। যৌন সহিংসতাসহ লিঙ্গভিত্তিক সহিংসতা বাড়ছে।’

বিজনেস আওয়ার/০৯ মার্চ, ২০২২/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

ইউনিসেফের আশঙ্কা ১ কোটি ১০ লাখ মেয়ে ফিরবে না স্কুলে

পোস্ট হয়েছে : ০৯:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ৯ মার্চ ২০২২

বিজনেস আওয়ার প্রতিবেদক : জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ আশঙ্কা প্রকাশ করে জানিয়েছে, করোনাভাইরাস মহামারির পরে বিশ্বব্যাপী ১ কোটি ১০ লাখের বেশি মেয়ে স্কুলে নাও ফিরতে পারে। সংস্থাটির ভাষ্য—স্কুল বন্ধ, অর্থনৈতিক চাপ এবং পরিষেবার ব্যাঘাত মেয়েদের স্বাস্থ্য, সামগ্রিক কল্যাণ ও ভবিষ্যতকে ঝুঁকির মধ্যে ফেলেছে।

মঙ্গলবার (৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবসে ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল এক বিবৃতিতে এ শঙ্কা প্রকাশ করেন।

বিবৃতিতে তিনি বলেন, ‘কোভিড-১৯ মেয়েদের জীবন ধ্বংস করছে। বিশ্বব্যাপী ১ কোটি ১০ লাখের বেশি মেয়ে করোনা মহামারির পরে স্কুলে নাও ফিরতে পারে।’ আগামী এক দশকে আরও ১ কোটি মেয়ে শিশু বিয়ের ঝুঁকিতে আছে বলেও মন্তব্য করেন তিনি।

ক্যাথরিন রাসেল বলেন, ‘যেহেতু, লকডাউন শিশুদের আরও বেশি সময় তাদের বাড়িতে কাটাতে বাধ্য করে, এক্ষেত্রে গৃহস্থালি কাজের বেশিরভাগই মেয়েদের কাঁধে বর্তায়। অনেকে তাদের নির্যাতনকারীর সঙ্গে একসাথে থাকতে বাধ্য হচ্ছে এবং তাদের সুরক্ষার জন্য সহায়ক সেবা ও কমিউনিটি থেকে বিচ্ছিন্ন থাকছে। যৌন সহিংসতাসহ লিঙ্গভিত্তিক সহিংসতা বাড়ছে।’

বিজনেস আওয়ার/০৯ মার্চ, ২০২২/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: