বিজনেস আওয়ার প্রতিবেদক : রাশিয়া আর ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে সুবিধাবাদিদের ষড়যন্ত্রেই বড় পতন ঘটানো হয়েছে শেয়ারবাজারে। এমন অভিযোগ করেন সাধারণ বিনিয়োগকারীরা। তবে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) দুই ঘোষণায় শেয়ারবাজারে আবার গতি ফিরেছে।
টানা চার কার্যদিবস বড় বড় পতনের কারণে শেয়ারবাজার থেকে ৩ শত পয়েন্ট হারিয়ে গেছে। এ সময়ে শেয়ারবাজারের লেনদেনও উল্লেখযোগ্যভাবে কম হয়েছে। আর এতে হতাশা আর আতঙ্ক সাধারণ বিনিয়োগকারীদের ঝেকে ধরেছিল।
তবে মঙ্গলবার সেকেন্টারি মার্কেটে তারল্য প্রবাহ নিশ্চিতকল্পে ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড (সিএমএসএফ) থেকে আরও ১০০ কোটি টাকা দ্রুত বিনিয়োগের নির্দেশন দেন বিএসইসি। এরপর দুপুরে সংবাদ সম্মেলন করে শেয়ার দর কমার সর্বোচ্চ সীমা বেধে দেয়। এতে মঙ্গলবারই পতন বাজার সম্পূর্ণ ইউটার্নে চলে আসে। আর বুধবার লেনদেন শুরুই হয়েছে সূচকের বড় উত্থানের মধ্য দিয়ে।
আজ বেলা ১১টা পর্যন্ত প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স ৮০ পয়েন্ট বাড়তে দেখা গেছে। এছাড়া শরিয়াহ সূচক ১৭ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ২৬ পয়েন্ট বেড়েছে এ সময় পর্যন্ত।
লেনদেনের এক ঘণ্টায় লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৩২৮টির শেয়ার ও ইউনিট দর বেড়েছে। কমতে দেখা গেছে ১৮টির আর ২৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত ছিল। আর এক ঘণ্টায় ডিএসইতে ১৯৭ কোটি টাকা লেনদেন হতে দেখা গেছে।
বিজনেস আওয়ার/০৯ মার্চ, ২০২২/পিএস