বিজনেস আওয়ার প্রতিবেদক : পশ্চিম লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। আর এ কারণে সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
বুধবার (০৯ মার্চ) সকালে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্ভাবাসে এ তথ্য জানায়।
আবহাওয়া অফিস জানিয়েছে, সারা দেশের দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
তবে আগামী তিনদিন আবহাওয়ার খবরে বলা হয়েছে এসময়ে আবহাওয়া সামান্য পরিবর্তন হতে পারে।
বিজনেস আওয়ার/০৯ মার্চ, ২০২২/কমা
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: