বিজনেস আওয়ার প্রতিবেদক : সোমবার (২০ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৪ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। শেয়ার দর সর্বোচ্চ বেড়েছে ঢাকা ইন্স্যুরেন্সের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ঢাকা ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর গতকাল ছিল ২৮.৩০ টাকায়। আজ লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দর দাঁড়ায় ৩১.১০ টাকায়। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দর ২.৮০ টাকা বা ৯.৮৯ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে ঢাকা ইন্স্যুরেন্স ডিএসইর টপটের গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ইউনাইটেড ইন্স্যুরেন্সের ৯.৮০ শতাংশ, কর্ণফুলি ইন্স্যুরেন্সের ৯.১৮ শতাংশ, নর্দার্ণ ইন্স্যুরেন্সের ৯.১৮ শতাংশ, পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের ৮.৯০ শতাংশ, গ্লোবাল ইন্স্যুরেন্সের ৮.৮৩ শতাংশ, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের ৮.০৯ শতাংশ, ফেডারেল ইন্স্যুরেন্সের ৮.০৩ শতাংশ, নিটল ইন্স্যুরেন্সের ৭.৪৫ শতাংশ এবং মেট্রো স্পিনিংয়ের শেয়ার দর ৭.০৫ শতাংশ বেড়েছে।
বিজনেস আওয়ার/২০ জুলাই, ২০২০/এস