বিজনেস আওয়ার প্রতিবেদক : বিশ্বে করোনা ভাইরাসে শনাক্তের সংখ্যা দিনদিন বেড়েই চলছে। ভাইরাসটিতে বিশ্বে এখন পর্যন্ত শনাক্ততা ৪৫ কোটি ৭২ লাখ ছাড়িয়েছে। আর মৃত্যু ছাড়াল ৬০ লাখ ৬২ হাজার। রবিবার (১৩ মার্চ) আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, রবিবার বেলা পৌনে ১১টা পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৪৫ কোটি ৭২ লাখ ৫১ হাজার ২৮৬ জন। ভাইরাসটিতে প্রাণ হারিয়েছে ৬০ লাখ ৬২ হাজার ৮৭৩ জন। আর বিশ্বে এখন পর্যন্ত ভাইরাসটি থেকে সুস্থ হয়েছে ৩৯ কোটি ০৪ লাখ ৭০ হাজার ৮৬৫ জন।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৮ কোটি ১১ লাখ ৬৯ হাজার ৫৩৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৯ লাখ ৯৩ হাজার ৬৯৩ জন মানুষ মারা গেছেন।
করোনায় ভারতে করোনা শনাক্ত হয়েছে ৪ কোটি ২৯ লাখ ৯০ হাজার ৯৯১ জন। মারা গেছেন ৫ লাখ ১৫ হাজার ৮৫০ জন। আর ব্রাজিলে ২ কোটি ৯৩ লাখ ৫০ হাজার ৩৭৯ জনের। মারা গেছেন ৬ লাখ ৫৪ হাজার ৯৯৩ জন।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।
বিজনেস আওয়ার/১৩ মার্চ, ২০২২/কমা