বিজনেস আওয়ার প্রতিবেদক : করোনাভাইরাসের নমুনা পরীক্ষা না করেই জেকেজি’র ভুয়া রিপোর্ট কার্যক্রমে ডা. সাবরিনা জড়িত এমন চূড়ান্ত তথ্য প্রমাণ পেয়েছে বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ।
এ প্রসঙ্গে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিসি ওয়ালিদ হোসেন বলেন, সাবরিনাকে রিমান্ডে নিয়ে আমরা জেকেজির জালিয়াতির সঙ্গে তার জড়িতের বিষয়ে সকল তথ্য পেয়েছি। খুব দ্রুতই চার্জশিট জমা দেয়া হবে।
করোনা টেস্ট নিয়ে জেকেজির প্রতারণার ঘটনায় ডা. সাবরিনা আরিফ চৌধুরীর বিরুদ্ধে তেজগাঁও থানায় দায়ের করা মামলাটির তদন্তভার গত ১৮ জুলাই ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
দ্বিতীয় দফা রিমান্ড শেষে সোমবার (২০ জুলাই) জেকেজি হেলথকেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলাম।
বিজনেস আওয়ার/২০ জুলাই, ২০২০/এ
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: