বিজনেস আওয়ার প্রতিবেদক : আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শেয়ারবাজারে তালিকাভুক্ত রানার অটোমোবাইলস নারী রাইডারদের নিয়ে আয়োজন করেছিল ” Break The Limit” র্যালির।
রাইডারদের সুবিধার্থে প্রোগ্রামটি শুক্রবার (১১ মার্চ) রানারের হেড অফিসে র্যালিটির আয়োজন করা হয়।
সমাজের নানা প্রতিকূলতা পার করে ব্যক্তিগত যানবাহন হিসেবে মোটরসাইকেল ব্যবহার করে দৃষ্টান্ত স্থাপন করে যাচ্ছেন অনেক নারী। তাদের এগিয়ে যাওয়ার সাহসিকতা ও অনুপ্রেরণাকে সমর্থন জানায় রানার।
বর্তমানে রানারের স্কুটি ১১০, কাইট+ সহ আরও কিছু মোটরসাইকেল নারীদের কাছে জনপ্রিয়তা পেয়েছে।
নারীদের ব্যক্তিগত যানবাহন ব্যাবহারে উৎসাহিত করতে ও নিরাপদ সড়ক গড়তে রানারের এই র্যালির আয়োজন। আয়োজনের অংশ হিসেবে ছিল র্যালি, ফ্রি সার্ভিসিং সুবিধা ও উপহার।
বিজনেস আওয়ার/১৪ মার্চ, ২০২২/পিএস
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: