ঢাকা , শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

হাদিসুরের দাফন সম্পন্ন

  • পোস্ট হয়েছে : ১২:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ মার্চ ২০২২
  • 56

বিজনেস আওয়ার প্রতিবেদক : ইউক্রেনে রকেট হামলায় নিহত বাংলার সমৃদ্ধি জাহাজের প্রকৌশলী হাদিসুর রহমানকে তার দাদা-দাদির কবরের পাশে দাফন করা হয়েছে। মঙ্গলবার (১৫ মার্চ) সকাল ১০টার দিকে জানাজা শেষে তার লাশ দাফন করা হয়।

নিহতের ছোট ভাই গোলাম মাওলা প্রিন্স জানান, সকালে হাদিসুরের জানাজা অনুষ্ঠিত হয়। এতে প্রচুর মানুষ অংশগ্রহণ করে। জানাজায় হাদিসুরের সহকর্মীরাও অংশ গ্রহণ করে। পরে পারিবারিক কবরস্থানে দাদা-দাদির কবরের পাশে হাদিসুরকে দাফন করা হয়।

হাদিসুরের লাশ ইউক্রেন থেকে দেশে ফিরিয়ে আনতে সহায়তা করার জন্য এ সময় তিনি বাংলাদেশ সরকার ও গণমাধ্যমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এর আগে সোমবার (১৪ মার্চ) রাত ৯টা ৪৫ মিনিটে হাদিসুরের মরদেহ বহনকারী ফ্রিজারভ্যানটি বরগুনার বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়নের কদমতলা গ্রামে নিজের বাড়িতে পৌঁছায়। এ সময় কান্নায় ভেঙে পড়েন তার পরিবারের সদস্য ও স্বজনরা।

একই দিন দুপুরে টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় হাদিসুরের নিথর দেহ।
প্রসঙ্গত, গত ২ মার্চ ইউক্রেনের অলিভার বন্দরে দাঁড়িয়ে থাকা অবস্থায় ‘এমভি বাংলার সমৃদ্ধি’ জাহাজে রকেট হামলার ঘটনা ঘটে। এতে বিস্ফোরণে মারা যান জাহাজটির থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান।

বিজনেস আওয়ার/১৫ মার্চ, ২০২২/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

হাদিসুরের দাফন সম্পন্ন

পোস্ট হয়েছে : ১২:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ মার্চ ২০২২

বিজনেস আওয়ার প্রতিবেদক : ইউক্রেনে রকেট হামলায় নিহত বাংলার সমৃদ্ধি জাহাজের প্রকৌশলী হাদিসুর রহমানকে তার দাদা-দাদির কবরের পাশে দাফন করা হয়েছে। মঙ্গলবার (১৫ মার্চ) সকাল ১০টার দিকে জানাজা শেষে তার লাশ দাফন করা হয়।

নিহতের ছোট ভাই গোলাম মাওলা প্রিন্স জানান, সকালে হাদিসুরের জানাজা অনুষ্ঠিত হয়। এতে প্রচুর মানুষ অংশগ্রহণ করে। জানাজায় হাদিসুরের সহকর্মীরাও অংশ গ্রহণ করে। পরে পারিবারিক কবরস্থানে দাদা-দাদির কবরের পাশে হাদিসুরকে দাফন করা হয়।

হাদিসুরের লাশ ইউক্রেন থেকে দেশে ফিরিয়ে আনতে সহায়তা করার জন্য এ সময় তিনি বাংলাদেশ সরকার ও গণমাধ্যমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এর আগে সোমবার (১৪ মার্চ) রাত ৯টা ৪৫ মিনিটে হাদিসুরের মরদেহ বহনকারী ফ্রিজারভ্যানটি বরগুনার বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়নের কদমতলা গ্রামে নিজের বাড়িতে পৌঁছায়। এ সময় কান্নায় ভেঙে পড়েন তার পরিবারের সদস্য ও স্বজনরা।

একই দিন দুপুরে টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় হাদিসুরের নিথর দেহ।
প্রসঙ্গত, গত ২ মার্চ ইউক্রেনের অলিভার বন্দরে দাঁড়িয়ে থাকা অবস্থায় ‘এমভি বাংলার সমৃদ্ধি’ জাহাজে রকেট হামলার ঘটনা ঘটে। এতে বিস্ফোরণে মারা যান জাহাজটির থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান।

বিজনেস আওয়ার/১৫ মার্চ, ২০২২/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: