ঢাকা , বুধবার, ০৩ জুলাই ২০২৪, ১৯ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

চেরনোবিল বিদ্যুৎ কেন্দ্রের সংযোগ ক্ষতিগ্রস্ত

  • পোস্ট হয়েছে : ০২:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ মার্চ ২০২২
  • 13

বিজনেস আওয়ার প্রতিবেদক : রাশিয়ার হামলায় ইউক্রেনের চেরনোবিলের উচ্চমাত্রার বিদ্যুৎকেন্দ্রে বিদ্যুৎসংযোগ আবারও ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেনের কর্মকর্তারা এই দাবি করেছেন।

স্থানীয় সময় সোমবার ইউক্রেনের রাষ্ট্রীয় মালিকানাধীন গ্রিড অপারেটরের পক্ষ থেকে বলা হয়, সবশেষ ঘটনার পর ডিজেলচালিত জেনারেটর ব্যবহার করে কেন্দ্রটিতে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। এটি সংস্কারের কাজ শুরু হয়েছে।

দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে গ্রিড অপারেটরটির প্রধান ভলোদিমির কুদরস্কি বলেন, একই কারণে পার্শ্ববর্তী শহর স্লাভ্যুটিচ পুরোপুরি বিদ্যুৎহীন হয়ে পড়েছে।

১৯৮৬ সালের বিপর্যয়ের পর থেকে নিষ্ক্রিয় অবস্থায় আছে চেরনোবিল বিদ্যুৎকেন্দ্রটি। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়া সামরিক অভিযান শুরু করে। অভিযান শুরুর পরপরই রুশ বাহিনী কেন্দ্রটির দখল নেয়।

গত ৯ মার্চ চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটিতে বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। তখন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা বিদ্যুৎ সরবরাহ লাইন সংস্কারের জন্য জরুরি ভিত্তিতে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করতে রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছিলেন। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছিলেন, বিদ্যুৎবিচ্ছিন্ন থাকলে কেন্দ্রটি থেকে তেজস্ক্রিয়তা ছড়াতে পারে। সূত্র : নিউইয়র্ক পোস্ট।

বিজনেস আওয়ার/১৫ মার্চ, ২০২২/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

চেরনোবিল বিদ্যুৎ কেন্দ্রের সংযোগ ক্ষতিগ্রস্ত

পোস্ট হয়েছে : ০২:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ মার্চ ২০২২

বিজনেস আওয়ার প্রতিবেদক : রাশিয়ার হামলায় ইউক্রেনের চেরনোবিলের উচ্চমাত্রার বিদ্যুৎকেন্দ্রে বিদ্যুৎসংযোগ আবারও ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেনের কর্মকর্তারা এই দাবি করেছেন।

স্থানীয় সময় সোমবার ইউক্রেনের রাষ্ট্রীয় মালিকানাধীন গ্রিড অপারেটরের পক্ষ থেকে বলা হয়, সবশেষ ঘটনার পর ডিজেলচালিত জেনারেটর ব্যবহার করে কেন্দ্রটিতে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। এটি সংস্কারের কাজ শুরু হয়েছে।

দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে গ্রিড অপারেটরটির প্রধান ভলোদিমির কুদরস্কি বলেন, একই কারণে পার্শ্ববর্তী শহর স্লাভ্যুটিচ পুরোপুরি বিদ্যুৎহীন হয়ে পড়েছে।

১৯৮৬ সালের বিপর্যয়ের পর থেকে নিষ্ক্রিয় অবস্থায় আছে চেরনোবিল বিদ্যুৎকেন্দ্রটি। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়া সামরিক অভিযান শুরু করে। অভিযান শুরুর পরপরই রুশ বাহিনী কেন্দ্রটির দখল নেয়।

গত ৯ মার্চ চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটিতে বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। তখন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা বিদ্যুৎ সরবরাহ লাইন সংস্কারের জন্য জরুরি ভিত্তিতে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করতে রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছিলেন। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছিলেন, বিদ্যুৎবিচ্ছিন্ন থাকলে কেন্দ্রটি থেকে তেজস্ক্রিয়তা ছড়াতে পারে। সূত্র : নিউইয়র্ক পোস্ট।

বিজনেস আওয়ার/১৫ মার্চ, ২০২২/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: