বিজনেস আওয়ার প্রতিবেদক: দিনাজপুরের হিলি পাইকারি বাজারে ভারত থেকে আমদানিকৃত পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৫ থেকে ১৮ টাকা কেজি দরে।
শুক্রবার (১৮ মার্চ) সকালে হিলি পেঁয়াজ বাজার ঘুরে জানা যায়, দুইদিন আগে যে পেঁয়াজ বিক্রি হয়েছে ২০ থেকে ২২ টাকা কেজি দরে। আজ সকালে তা পাইকারি বাজারে বিক্রি হচ্ছে ১৫ থেকে ১৮ টাকা কেজি দরে।
ব্যবসায়ীরা বলছেন, পর্যাপ্ত পেঁয়াজের আমদানি হওয়ায় দাম কমে গেছে। দাম কমায় খুশি নিম্ন আয়ের মানুষেরা।
হিলি বাজারে পেঁয়াজ পাইকারি ব্যবসায়ী শাহা আলম বলেন, দুইদিনের ব্যবধানে পেঁয়াজের দাম কমেছে কেজিতে ৪ থেকে ৬ টাকা। ২২ টাকার পেঁয়াজ আজ ১৫ থেকে ১৮ টাকা কেজি দরে বিক্রি করছি। আমাদের ১৪ টাকা কেজি দরে পেঁয়াজ ক্রয় করা আছে।
হিলি কাস্টমস সুত্রে জানা যায়, গত বুধবার ভারত থেকে ৭৭ ট্রাকে ২ হাজার ১৭৬ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে।
বিজনেস আওয়ার/১৮ মার্চ, ২০২২/কমা
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: