বিজনেস আওয়ার প্রতিবেদক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়াকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন। শনিবার এক ভিডিও বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট এ আহ্বান জানান। খবর আলজাজিরার।
জেলেনস্কি বলেন, আমি চাই সবাই এখন আমার কথা শুনুক, বিশেষ করে মস্কো। বৈঠক করার সময় এসেছে, এটি আলোচনার সময়।
জেলেনস্কি বলেন, সময় এসেছে আঞ্চলিক অখণ্ডতা ফিরিয়ে আনা এবং ইউক্রেনের জন্য ন্যায়বিচার প্রতিষ্ঠার। অন্যথায়, রাশিয়া এমন ক্ষতি করবে যা পুনরুদ্ধার করতে আপনার কয়েক প্রজন্ম সময় লাগবে।
এদিকে বক্তব্যে জেলেনস্কি হামলার শিকার শহরগুলোতে মানবিক সহায়তা পৌঁছাতে বাধা দেওয়ার অভিযোগ করেছেন রাশিয়ার বিরুদ্ধে।
তিনি বলেন, এটি একটি সুচিন্তিত কৌশল, এটি যুদ্ধাপরাধ। তাদের এ জন্য জবাব দিতে হবে।
বিজনেস আওয়ার/১৯ মার্চ, ২০২২/কমা
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: