বিজনেস আওয়ার প্রতিবেদক : রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের লাভিভ শহরে বিমান রক্ষণাবেক্ষণের একটি কেন্দ্র সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। শহরটির বারাবাশোভো মার্কেটে গত বৃহস্পতিবার রাতে প্রথমে গোলা হামলা হয়। হামলার পর মার্কেটে আগুন ধরে যায়।
উদ্ধারকর্মীদের আগুন নিয়ন্ত্রণের চেষ্টাকালে মার্কেটে দ্বিতীয় দফায় হামলা হয়। এতে হতাহতের ঘটনা ঘটে। খবর বিবিসির।
ইউক্রেনের গণমাধ্যমের খবরে বলা হয়, পাঁচ ঘণ্টার মধ্যে প্রায় পুরো এলাকায় আগুন ছড়িয়ে পড়ে। আশপাশের ঘরবাড়িতেও আগুন লাগে। লাভিভের অবস্থান পোল্যান্ড সীমান্ত থেকে ৭০ কিলোমিটার দূরে।
এক টেলিগ্রাম পোস্টে লভিভের মেয়র আন্দ্রি সাদোভি বলেন, বিমানবন্দরে হামলা হয়নি। বিমানবন্দরের পাশের একটি ভবনে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। মেয়রের দাবি, হামলার আগে থেকেই ওই কেন্দ্রে কাজ বন্ধ ছিল।
বিজনেস আওয়ার/১৯ মার্চ, ২০২২/কমা