ঢাকা , শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

অসামর্থ্যদের সহযোগিতায় ‘সবজি ডোনেট বক্স’

  • পোস্ট হয়েছে : ০৯:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২১ মার্চ ২০২২
  • 126

বিজনেস আওয়ার প্রতিবেদক : বর্তমান দ্রব্যমূল্যের বাজারে অনেক মানুষই আছেন যারা তাদের প্রয়োজনীয় সবজি কিনতে পারছেন না। আর যারা কিনতে পারছেন তাদের জন্য এক ব্যতিক্রম উদ্যোগ নিয়েছেন চট্টগ্রাম জেলার হাটহাজারি উপজেলার সবজি বিক্রেতা সৌরভ।

সৌরভ তার সবজির দোকানের সাথেই একটি ঝুড়ি রেখেছেন। যার নাম দিয়েছেন ‘সবজি ডোনেট বক্স’। আর উপড়েই একটি ব্যানারে লিখে রেখেছেন যাদের সামর্থ্য আছে তারা ডোনেট বক্সে সবজি রাখবেন আর যাদের সবজি কিনার টাকা নাই তারা ডোনেট বক্স থেকে সবজি নিতে পারবেন।

জানা গেছে, হাটহাজারি থানার মদুনাঘাট বাজারের ক্রোকারিজ ব্যবসায়ী শহিদুলের দোকানের সামনে সবজি বিক্রি করেন সৌরভ। ব্যবসায়ী শহিদুল এবং তার বেশ কয়েকজন কাছের মানুষের পরামর্শে সৌরভ সবজি কিনতে না পারা অসহায় মানুষের জন্য এই ‘সবজি ডোনেট বক্স’ পদ্ধতির ব্যবস্থা করেন। এখানে সবজি ক্রেতারা তাদের ক্রয়কৃত সবজি থেকে কিছুটা অসহায় মানুষের সুবিধার জন্য ‘সবজি ডোনেট বক্সে’ রাখতে পারবেন। আর অসহায় যে কেউ এই বক্স থেকে সবজি নিতে পারবেন।

সবজি বিক্রেতা সৌরভ এমন এক পদ্ধতির ব্যবস্থা করেছেন যা অন্যান্য যে কোনো ব্যবসায়ীকে সমাজের অসহায় মানুষকে সাহায্য সহযোগিতার জন্য উৎসাহিত করবে বলেন জানান স্থানীয়রা।

সৌরভের সবজি ডোনেট বক্সের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া ওই ভিডিওতে অনেকেই সৌরভের এই উদ্যোগকে বাহ বাহ দিয়েছেন।

কাজী নাসরুল নামে একজন লিখেছেন চমৎকার, চিন্তাভাবনা ওনার… শ্রদ্ধা।

হোসাইন জাকি লিখেছেন, আলোকিত এসব মানুষই আমাদের প্রেরণার উৎস।

মারুফ বিজয় লিখেছেন, খুবই ভালো লাগল বিষয়টা।

শারমীন তুলতানা আখি লিখেছেন চমৎকার। ভালো লাগলো, আল্লাহ তায়ালা উনাকে নেক হায়াত দান করুন আমিন।

বিজনেস আওয়ার/২১ মার্চ, ২০২২/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

অসামর্থ্যদের সহযোগিতায় ‘সবজি ডোনেট বক্স’

পোস্ট হয়েছে : ০৯:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২১ মার্চ ২০২২

বিজনেস আওয়ার প্রতিবেদক : বর্তমান দ্রব্যমূল্যের বাজারে অনেক মানুষই আছেন যারা তাদের প্রয়োজনীয় সবজি কিনতে পারছেন না। আর যারা কিনতে পারছেন তাদের জন্য এক ব্যতিক্রম উদ্যোগ নিয়েছেন চট্টগ্রাম জেলার হাটহাজারি উপজেলার সবজি বিক্রেতা সৌরভ।

সৌরভ তার সবজির দোকানের সাথেই একটি ঝুড়ি রেখেছেন। যার নাম দিয়েছেন ‘সবজি ডোনেট বক্স’। আর উপড়েই একটি ব্যানারে লিখে রেখেছেন যাদের সামর্থ্য আছে তারা ডোনেট বক্সে সবজি রাখবেন আর যাদের সবজি কিনার টাকা নাই তারা ডোনেট বক্স থেকে সবজি নিতে পারবেন।

জানা গেছে, হাটহাজারি থানার মদুনাঘাট বাজারের ক্রোকারিজ ব্যবসায়ী শহিদুলের দোকানের সামনে সবজি বিক্রি করেন সৌরভ। ব্যবসায়ী শহিদুল এবং তার বেশ কয়েকজন কাছের মানুষের পরামর্শে সৌরভ সবজি কিনতে না পারা অসহায় মানুষের জন্য এই ‘সবজি ডোনেট বক্স’ পদ্ধতির ব্যবস্থা করেন। এখানে সবজি ক্রেতারা তাদের ক্রয়কৃত সবজি থেকে কিছুটা অসহায় মানুষের সুবিধার জন্য ‘সবজি ডোনেট বক্সে’ রাখতে পারবেন। আর অসহায় যে কেউ এই বক্স থেকে সবজি নিতে পারবেন।

সবজি বিক্রেতা সৌরভ এমন এক পদ্ধতির ব্যবস্থা করেছেন যা অন্যান্য যে কোনো ব্যবসায়ীকে সমাজের অসহায় মানুষকে সাহায্য সহযোগিতার জন্য উৎসাহিত করবে বলেন জানান স্থানীয়রা।

সৌরভের সবজি ডোনেট বক্সের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া ওই ভিডিওতে অনেকেই সৌরভের এই উদ্যোগকে বাহ বাহ দিয়েছেন।

কাজী নাসরুল নামে একজন লিখেছেন চমৎকার, চিন্তাভাবনা ওনার… শ্রদ্ধা।

হোসাইন জাকি লিখেছেন, আলোকিত এসব মানুষই আমাদের প্রেরণার উৎস।

মারুফ বিজয় লিখেছেন, খুবই ভালো লাগল বিষয়টা।

শারমীন তুলতানা আখি লিখেছেন চমৎকার। ভালো লাগলো, আল্লাহ তায়ালা উনাকে নেক হায়াত দান করুন আমিন।

বিজনেস আওয়ার/২১ মার্চ, ২০২২/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: