ঢাকা , শনিবার, ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

খালেদার সাজা আরো ৬ মাস স্থগিত

  • পোস্ট হয়েছে : ১০:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ মার্চ ২০২২
  • 58

বিজনেস আওয়ার প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজা আরো ৬ মাস স্থগিত করেছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত এক প্রজ্ঞাপনও জারি করেছে। প্রজ্ঞাপন অনুযায়ী আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত খালেদা জিয়ার সাজা স্থগিত থাকবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে বুধবার এ প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

খালেদা জিয়ার পরিবারের আবেদনের প্রেক্ষিতে গত ১৬ মার্চ সাজা স্থগিতের মেয়াদ ৬ মাস বাড়ানোর পক্ষে মত দেয় আইন মন্ত্রণালয়। আইন মন্ত্রণালয়ের মতামত নেওয়ার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় খালেদার মুক্তির মেয়াদ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করল।

জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় ১৭ বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়ে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে কারাগারে ছিলেন খালেদা জিয়া।

দেশে করোনা মহামারি দেখা দিলে ২০২০ সালের ২৫ মার্চ দুই শর্তে সরকারের নির্বাহী আদেশে ৬ মাসের জন্য মুক্তি পান খালেদা জিয়া। ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারার উপধারা ১-এ সাজা স্থগিত দেখিয়ে এ পর্যন্ত কয়েক দফায় এ মুক্তির মেয়াদ বাড়ানো হয়।

বিজনেস আওয়ার/২৪ মার্চ, ২০২২/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

খালেদার সাজা আরো ৬ মাস স্থগিত

পোস্ট হয়েছে : ১০:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ মার্চ ২০২২

বিজনেস আওয়ার প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজা আরো ৬ মাস স্থগিত করেছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত এক প্রজ্ঞাপনও জারি করেছে। প্রজ্ঞাপন অনুযায়ী আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত খালেদা জিয়ার সাজা স্থগিত থাকবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে বুধবার এ প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

খালেদা জিয়ার পরিবারের আবেদনের প্রেক্ষিতে গত ১৬ মার্চ সাজা স্থগিতের মেয়াদ ৬ মাস বাড়ানোর পক্ষে মত দেয় আইন মন্ত্রণালয়। আইন মন্ত্রণালয়ের মতামত নেওয়ার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় খালেদার মুক্তির মেয়াদ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করল।

জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় ১৭ বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়ে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে কারাগারে ছিলেন খালেদা জিয়া।

দেশে করোনা মহামারি দেখা দিলে ২০২০ সালের ২৫ মার্চ দুই শর্তে সরকারের নির্বাহী আদেশে ৬ মাসের জন্য মুক্তি পান খালেদা জিয়া। ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারার উপধারা ১-এ সাজা স্থগিত দেখিয়ে এ পর্যন্ত কয়েক দফায় এ মুক্তির মেয়াদ বাড়ানো হয়।

বিজনেস আওয়ার/২৪ মার্চ, ২০২২/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: