ঢাকা , শনিবার, ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

শাহজাহানপুরে জোড়া খুনে জড়িতদের খোঁজা হচ্ছে

  • পোস্ট হয়েছে : ০২:১৮ অপরাহ্ন, শনিবার, ২৬ মার্চ ২০২২
  • 60

বিজনেস আওয়ার প্রতিবেদক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, শাহজাহানপুরে জোড়া খুনের ঘটনার নাটের গুরুদের খুঁজে বের করতে তদন্ত করা হচ্ছে। শনিবার (২৬ মার্চ) রাজারবাগ পুলিশ লাইন্সে শহীদ পুলিশ সদস্যদের শ্রদ্ধা জানানো শেষে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা শুধু ঘটনার সঙ্গে যারা জড়িত তাদেরই খুঁজছি না, এর পেছনে নাটের গুরু কারা তাদের বের করা হচ্ছে। তারাও রক্ষা পাবে না। যাতে ভবিষ্যতে এ ধরনের হত্যাকাণ্ড আর সংঘটিত না হয়।

আসাদুজ্জামান বলেন, এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না হত্যাকাণ্ডটি রাজনৈতিক কি-না। তবে এটি অপরাধ বিবেচনায় নিয়ে কাজ করে যাচ্ছি। আর এ অপরাধের সঙ্গে যারা জড়িত তাদেরই আমরা আইনের আওতায় নিয়ে আসব। সেটি দ্রুত সময়ের মধ্যেই সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

বিজনেস আওয়ার/২৬ মার্চ, ২০২২/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

শাহজাহানপুরে জোড়া খুনে জড়িতদের খোঁজা হচ্ছে

পোস্ট হয়েছে : ০২:১৮ অপরাহ্ন, শনিবার, ২৬ মার্চ ২০২২

বিজনেস আওয়ার প্রতিবেদক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, শাহজাহানপুরে জোড়া খুনের ঘটনার নাটের গুরুদের খুঁজে বের করতে তদন্ত করা হচ্ছে। শনিবার (২৬ মার্চ) রাজারবাগ পুলিশ লাইন্সে শহীদ পুলিশ সদস্যদের শ্রদ্ধা জানানো শেষে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা শুধু ঘটনার সঙ্গে যারা জড়িত তাদেরই খুঁজছি না, এর পেছনে নাটের গুরু কারা তাদের বের করা হচ্ছে। তারাও রক্ষা পাবে না। যাতে ভবিষ্যতে এ ধরনের হত্যাকাণ্ড আর সংঘটিত না হয়।

আসাদুজ্জামান বলেন, এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না হত্যাকাণ্ডটি রাজনৈতিক কি-না। তবে এটি অপরাধ বিবেচনায় নিয়ে কাজ করে যাচ্ছি। আর এ অপরাধের সঙ্গে যারা জড়িত তাদেরই আমরা আইনের আওতায় নিয়ে আসব। সেটি দ্রুত সময়ের মধ্যেই সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

বিজনেস আওয়ার/২৬ মার্চ, ২০২২/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: