স্পোর্টস ডেস্ক : প্রথম টেস্টে ক্যারিবীয়দের কাছে পাত্তাই পায়নি ইংল্যান্ড। ঘরের মাঠে হারতে হয়েছে বড় ব্যবধানে। তবে দ্বিতীয় ম্যাচে সেটা আর হয়নি। ব্যাট হাতে দারুণ করেছেন বেন স্টোকস-সিবলি। সফল ছিলেন বোলাররাও। দুই বিভাগের নৈপুণ্যে ক্যারিবীয়দের ১১৩ রানে হারিয়ে সিরিজে সমতায় ফিরল ইংল্যান্ড।
ম্যানচেস্টার টেস্টে ইংল্যান্ডের হয়ে দুই ইনিংসেই দারুণ ছিলেন স্টোকস। প্রথম ইনিংসে সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসেও ৭৮ রানের অপরাজিত ইনিংসে খেলে ম্যাচসেরা হয়েছেন তিনি।
ওল্ড ট্র্যাফোর্ডে প্রথম ইনিংসে ৪৬৯ রান করে ইংল্যান্ড। বিপরীতে প্রথম ইনিংসে ২৮৭ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। এরপর ১২৯ রান যোগ করে ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা। তাতে ৩১২ রানের বিশাল লক্ষ্য দাঁড়ায় ক্যারিবীয়দের সামনে।
ম্যাচ বাঁচাতে হলে শেষ দিনের পুরোটা সময় টিকে থাকতে হতো তাদের। কিন্তু ইংলিশ বোলারদের সামনে সেটা আর হয়নি। ৭০.১ ওভারেই ১৯৮ রানে থেমে যায় জেসন হোল্ডারের দল।
সোমবার ২ উইকেটে ৩৭ রান নিয়ে দিন শুরু করে ইংল্যান্ড। দিনের শুরু থেকেই দারুণভাবে খেলছিলেন স্টোকস। মাত্র ৩৬ বলে হাফসেঞ্চুরি স্পর্শ করেন তিনি। শেষ পর্যন্ত ৫৭ বলে তিন ছক্কা ও চার বাউন্ডারিতে ৭৮ রানে অপরাজিত থাকেন তিনি। ১১ ওভারে ৯২ রান যোগ করা ইংল্যান্ড ৩ উইকেটে ১২৯ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে।
জবাবে ব্যাট করতে নেমে ১৯৮ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। ফলে ১১৩ রানে ম্যাচ জিতে নেয় ইংল্যান্ড। এই জয়ের মাধ্যমে সিরিজে ১-১ সমতা ফিরল।
বিজনেস আওয়ার/২১ জুলাই, ২০২০/এ