1. [email protected] : anjuman : anjuman
  2. [email protected] : user : user
  3. [email protected] : Admin : Admin
  4. [email protected] : Nayan Babu : Nayan Babu
তিন দিনেই ‘ট্রিপল আর’ এর আয় ৪৫৭ কোটি রুপি
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০২:০০ অপরাহ্ন

তিন দিনেই ‘ট্রিপল আর’ এর আয় ৪৫৭ কোটি রুপি

  • পোস্ট হয়েছে : সোমবার, ২৮ মার্চ, ২০২২
print sharing button

বিজনেস আওয়ার প্রতিবেদক : মাত্র তিন দিনে এস এস রাজামৌলি নির্মিত বহুল আলোচিত সিনেমা ‘ট্রিপল আর’ ৪৫৭ কোটি রুপি আয় করেছে। গত ২৫ মার্চ মুক্তি পেয়েছে এটি। মুক্তির পর থেকেই দর্শক-সমালোচকদের প্রশংসা কুড়াচ্ছে সিনেমাটি। বক্স অফিসেও বাজিমাত করেছে। অতীতের সকল বক্স অফিস রেকর্ড ভেঙে দিয়েছে বলেও ভারতীয় সংবাদমাধ্যম খবর প্রকাশ করেছে।

সোমবার (২৮ মার্চ) বক্স অফিস বিশ্লেষক রমেশ বালা একটি টুইট করেছেন। তাতে জানিয়েছেন বিশ্বব্যাপী আয়ের দিক থেকে সবচেয়ে এগিয়ে ‘ট্রিপল আর’ সিনেমা। টুইটে লিখেছেন—গত ২৫-২৭ মার্চ পর্যন্ত এক নম্বরে রয়েছে ‘ট্রিপল আর’ সিনেমা। এটি আয় করেছে ৬০ মিলিয়ন ডলার (ভারতীয় মুদ্রায় ৪৫৭ কোটি ৩৬ লাখ ৪৪ হাজার রুপি)। দ্বিতীয় অবস্থানে রয়েছে ‘দ্য ব্যাটম্যান’। এর আয় ৪৫.৫ মিলিয়ন ডলার। তৃতীয় অবস্থানে রয়েছে ‘দ্য লস্ট সিটি’। এর আয় ৩৫ মিলিয়ন ডলার।

‘ট্রিপল আর’ সিনেমার হিন্দি ভার্সন প্রথম দিনে আয় করে ২০.০৭ কোটি রুপি। দ্বিতীয় দিনে আয় করে ২৩.৭৫ কোটি রুপি। তৃতীয় দিনে আয় করে ৩০ কোটি রুপি। বক্স অফিস বিশ্লেষক তরণ আদর্শ এক টুইটে জানিয়েছেন—‘ট্রিপল আর’ প্রথম সপ্তাহে হিন্দি ভার্সনে ৭০ কোটি রুপির আয় ছাড়িয়ে যাবে।

কমারাস ভীমা ও আলুরি সীতারামা রাজু নামের দুই বীর যোদ্ধাকে নিয়ে ‘ট্রিপল আর’ সিনেমার গল্প। এতে কেন্দ্রীয় চরিত্রে আছেন জুনিয়র এনটিআর ও রাম চরণ। এছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন— আলিয়া ভাট, অজয় দেবগন, রে স্টেভেনসন, অলিভিয়া মরিস প্রমুখ। ৪৫০ কোটি রুপি বাজেটের এই সিনেমা প্রযোজনা করেছে ডিভিভি নায়া।

বিজনেস আওয়ার/২৮ মার্চ, ২০২২/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের আরো সংবাদ