ঢাকা , শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

জামায়াত নিয়ে দোটানায় ভুগছে বিএনপি

  • পোস্ট হয়েছে : ১২:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২০
  • 91

বিজনেস আওয়ার প্রতিবেদক : চলমান বিভিন্ন ইস্যুতে জামায়াতে ইসলামীর নীরব ভূমিকায় অসন্তুষ্ট বিএনপি নেতারা। আবার ভবিষ্যতের কথা চিন্তা করে জামায়াতকে ছাড়তে চান না বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফলে জামায়াতের সঙ্গে সম্পর্ক ছাড়ার বিষয়ে দোটানায় ভুগছে বিএনপি। দলটির নেতাকর্মীরা এ তথ্য জানিয়েছেন।

দলীয় সূত্রে জানা গেছে, জামায়াতের সঙ্গে সম্পর্ক রাখা না রাখার বিষয়ে রাজনীতিতে লাভ-লোকসানের হিসাব করতে চান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এজন্য সবশেষ দলটির স্থায়ী কমিটির ভার্চুয়াল মিটিংয়ে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে সময় চেয়েছেন তিনি। তিনি বলেছেন, জামায়াতের বিষয়ে পরবর্তী মিটিংয়ে সিদ্ধান্ত জানানো হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির দায়িত্বশীল ও নীতিনির্ধারণী পর্যায়ের এক নেতা বলেন, রাজনৈতিকভাবে ফায়দা লোটার জন্য এবং আন্দোলনে জামায়াত-শিবির নেতারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে- এটা ধরে নিয়েই তারেক রহমান জামায়াতের সঙ্গত্যাগ করতে চান না। কিন্তু বর্তমান পরিস্থিতিতে জামায়াতের সঙ্গে জোট রাখাটা বিএনপির জন্য একটা বড় বোকামি।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থায়ী কমিটির আরেকজন নেতা বলেন, জামায়াত প্রসঙ্গে বিএনপির বেশির ভাগ স্থায়ী কমিটির সদস্যই নেতিবাচক। শুধুমাত্র তারেক রহমান ও খালেদা জিয়ার ইচ্ছায় এখনো পর্যন্ত যুদ্ধাপরাধী এই দলের সঙ্গে সখ্য রয়েছে তাদের। ফলে জামায়াত নিয়ে দোটানায় ভুগছে দলের হাইকমান্ড। জামায়াতের মতো বিশৃঙ্খলা সৃষ্টিকারী দলকে সঙ্গে নিয়ে চলা বিএনপির বড় একটি রাজনৈতিক ভুল সিদ্ধান্ত।

এ বিষয়ে রাজনৈতিক বিশ্লেষকরা বলেন, যুদ্ধাপরাধীদের দল জামায়াতের সঙ্গে সম্পর্ক ত্যাগ করতে না পারলে রাজনৈতিকভাবে লাভবান হতে পারবে না বিএনপি। কারণ দেশের জনগণ এখন অনেক সচেতন, তারা জামায়াতের সঙ্গে বিএনপির সম্পর্ক ভালোভাবে নেয় না। তাই বিএনপিকে জামাত সঙ্গ ছাড়া উচিৎ।

বিজনেস আওয়ার/২১ জুলাই, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

জামায়াত নিয়ে দোটানায় ভুগছে বিএনপি

পোস্ট হয়েছে : ১২:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২০

বিজনেস আওয়ার প্রতিবেদক : চলমান বিভিন্ন ইস্যুতে জামায়াতে ইসলামীর নীরব ভূমিকায় অসন্তুষ্ট বিএনপি নেতারা। আবার ভবিষ্যতের কথা চিন্তা করে জামায়াতকে ছাড়তে চান না বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফলে জামায়াতের সঙ্গে সম্পর্ক ছাড়ার বিষয়ে দোটানায় ভুগছে বিএনপি। দলটির নেতাকর্মীরা এ তথ্য জানিয়েছেন।

দলীয় সূত্রে জানা গেছে, জামায়াতের সঙ্গে সম্পর্ক রাখা না রাখার বিষয়ে রাজনীতিতে লাভ-লোকসানের হিসাব করতে চান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এজন্য সবশেষ দলটির স্থায়ী কমিটির ভার্চুয়াল মিটিংয়ে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে সময় চেয়েছেন তিনি। তিনি বলেছেন, জামায়াতের বিষয়ে পরবর্তী মিটিংয়ে সিদ্ধান্ত জানানো হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির দায়িত্বশীল ও নীতিনির্ধারণী পর্যায়ের এক নেতা বলেন, রাজনৈতিকভাবে ফায়দা লোটার জন্য এবং আন্দোলনে জামায়াত-শিবির নেতারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে- এটা ধরে নিয়েই তারেক রহমান জামায়াতের সঙ্গত্যাগ করতে চান না। কিন্তু বর্তমান পরিস্থিতিতে জামায়াতের সঙ্গে জোট রাখাটা বিএনপির জন্য একটা বড় বোকামি।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থায়ী কমিটির আরেকজন নেতা বলেন, জামায়াত প্রসঙ্গে বিএনপির বেশির ভাগ স্থায়ী কমিটির সদস্যই নেতিবাচক। শুধুমাত্র তারেক রহমান ও খালেদা জিয়ার ইচ্ছায় এখনো পর্যন্ত যুদ্ধাপরাধী এই দলের সঙ্গে সখ্য রয়েছে তাদের। ফলে জামায়াত নিয়ে দোটানায় ভুগছে দলের হাইকমান্ড। জামায়াতের মতো বিশৃঙ্খলা সৃষ্টিকারী দলকে সঙ্গে নিয়ে চলা বিএনপির বড় একটি রাজনৈতিক ভুল সিদ্ধান্ত।

এ বিষয়ে রাজনৈতিক বিশ্লেষকরা বলেন, যুদ্ধাপরাধীদের দল জামায়াতের সঙ্গে সম্পর্ক ত্যাগ করতে না পারলে রাজনৈতিকভাবে লাভবান হতে পারবে না বিএনপি। কারণ দেশের জনগণ এখন অনেক সচেতন, তারা জামায়াতের সঙ্গে বিএনপির সম্পর্ক ভালোভাবে নেয় না। তাই বিএনপিকে জামাত সঙ্গ ছাড়া উচিৎ।

বিজনেস আওয়ার/২১ জুলাই, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: