ঢাকা , বুধবার, ২৩ অক্টোবর ২০২৪, ৮ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

‘এ ঈদেও বাড়তি যাত্রীর চাপ নেবে না রেল’

  • পোস্ট হয়েছে : ০৪:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২০
  • 51

বিজনেস আওয়ার প্রতিবেদক : ঈদকে সামনে রেখে যাত্রীর চাপ বাড়লেও রেলওয়ে কোন বাড়তি যাত্রী পরিবহন করবে না। বর্তমানে স্বাস্থ্যবিধি মেনে যেভাবে চলছে ঈদেও একইভাবে ট্রেন চলবে। বললেন রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন।

মঙ্গলবার (২১ জুলাই) সকালে কমলাপুর রেলও‌য়ে স্টেশ‌নের শহরতলী প্লাটফর্মে (নারায়ণগঞ্জগামী) বৃক্ষ‌রোপণ কর্মসূচীর উ‌দ্বোধন সাংবাদিকদের এসব কথা বলেন রেলমন্ত্রী।

মন্ত্রী আরো বলেন, বর্তমানে যে কয়টি ট্রেন চলছে ঈদের মধ্যেও সে কটি ট্রেন চলবে। অন্যবারের মতো ঈদে বিশেষ ট্রেন বাড়ানো হবে না। ঈদ উপলক্ষে যদি আমরা ট্রেন বাড়িয়ে দেই। তাহলে যাত্রীদের বাড়ি ফিরতে উৎসাহিত করা হবে। তাই আমরা সেটি করবো না।

রেলমন্ত্রী বলেন, এই সংক্রমণ পরিস্থিতিতে যতদূর সম্ভব বাইরে বের হওয়া ও ভ্রমণ এড়িয়ে চলা উচিত। যে যেখানে অবস্থান করছেন সেখান থেকেই ঈদ উৎসব পালন করুন। এই দুর্যোগে বাড়ি গিয়ে আমরা যেন গ্রাম-গঞ্জে এই ভাইরাস ছড়িয়ে না দেই।

ঈদুল আজহায় পোশাক শ্রমিকসহ নগরবাসীকে ঢাকা না ছাড়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, করোনার এই সংক্রমণ পরিস্থিতিতে যতদূর সম্ভব বাইরে বের হওয়া ও ভ্রমণ এড়িয়ে চলা উচিত। তাই গার্মেন্টস খাতের বিপুলসংখ্যক কর্মীদেরও এবার ঈদে ঢাকা ছাড়া ঠিক হবে না।

এ সময় উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম রেজা, বাংলাদেশ রেলওয়ে মহাপরিচালক মো.শামসুজ্জামানসহ আরো অনেকেই।

বিজনেস আওয়ার/২১ জুলাই, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

‘এ ঈদেও বাড়তি যাত্রীর চাপ নেবে না রেল’

পোস্ট হয়েছে : ০৪:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২০

বিজনেস আওয়ার প্রতিবেদক : ঈদকে সামনে রেখে যাত্রীর চাপ বাড়লেও রেলওয়ে কোন বাড়তি যাত্রী পরিবহন করবে না। বর্তমানে স্বাস্থ্যবিধি মেনে যেভাবে চলছে ঈদেও একইভাবে ট্রেন চলবে। বললেন রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন।

মঙ্গলবার (২১ জুলাই) সকালে কমলাপুর রেলও‌য়ে স্টেশ‌নের শহরতলী প্লাটফর্মে (নারায়ণগঞ্জগামী) বৃক্ষ‌রোপণ কর্মসূচীর উ‌দ্বোধন সাংবাদিকদের এসব কথা বলেন রেলমন্ত্রী।

মন্ত্রী আরো বলেন, বর্তমানে যে কয়টি ট্রেন চলছে ঈদের মধ্যেও সে কটি ট্রেন চলবে। অন্যবারের মতো ঈদে বিশেষ ট্রেন বাড়ানো হবে না। ঈদ উপলক্ষে যদি আমরা ট্রেন বাড়িয়ে দেই। তাহলে যাত্রীদের বাড়ি ফিরতে উৎসাহিত করা হবে। তাই আমরা সেটি করবো না।

রেলমন্ত্রী বলেন, এই সংক্রমণ পরিস্থিতিতে যতদূর সম্ভব বাইরে বের হওয়া ও ভ্রমণ এড়িয়ে চলা উচিত। যে যেখানে অবস্থান করছেন সেখান থেকেই ঈদ উৎসব পালন করুন। এই দুর্যোগে বাড়ি গিয়ে আমরা যেন গ্রাম-গঞ্জে এই ভাইরাস ছড়িয়ে না দেই।

ঈদুল আজহায় পোশাক শ্রমিকসহ নগরবাসীকে ঢাকা না ছাড়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, করোনার এই সংক্রমণ পরিস্থিতিতে যতদূর সম্ভব বাইরে বের হওয়া ও ভ্রমণ এড়িয়ে চলা উচিত। তাই গার্মেন্টস খাতের বিপুলসংখ্যক কর্মীদেরও এবার ঈদে ঢাকা ছাড়া ঠিক হবে না।

এ সময় উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম রেজা, বাংলাদেশ রেলওয়ে মহাপরিচালক মো.শামসুজ্জামানসহ আরো অনেকেই।

বিজনেস আওয়ার/২১ জুলাই, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: