বিজনেস আওয়ার প্রতিবেদক : রাজধানীর খিলক্ষেত ফ্লাইওভারে নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী মাইশা মমতাজ মিমকে চাপা দেওয়া কাভার্ডভ্যানের চালক ও সহকারীকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার রাতে ডিএমপি’র খিলক্ষেত থানা পুলিশের একটি দল চালক ও সহকারীকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃতরা হলো কাভার্ডভ্যানটির চালক সাইফুল ইসলাম ও হেলপার মশিউর রহমান।
খিলক্ষেত থানার ওসি মুন্সি সাব্বির আহামেদ সত্যতা নিশ্চিত করে জানান, খিলক্ষেত ফ্লাইওভার স্কুটি চালিয়ে নামার সময় নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী মাইশা মমতাজ মিমকে চাপা দিয়ে পালিয়ে যায় কাভার্ডভ্যানটি। এতে ঘটনাস্থলেই মিমের মৃত্যু হয়। দুর্ঘটনার পর পুলিশ সিসিটিভি ক্যামেরার ফুটেজ থেকে কাভার্ডভ্যানটি শনাক্ত করতে সক্ষম হয়। পরে পুলিশের একটি দল চট্টগ্রাম মহানগরী থেকে চালক ও সহকারীসহ কাভার্ডভ্যানটি গ্রেফতার করতে সক্ষম হয়।
বিজনেস আওয়ার/০২ এপ্রিল, ২০২২/কমা