বিজনেস আওয়ার প্রতিবেদক : ধানক্ষেতে পানি না পেয়ে রাজশাহীর গোদাগাড়ীতে দুই আদিবাসী কৃষকের আত্মহত্যার ঘটনায় গভীর নলকূপের অপারেটর শাখাওয়াত হোসেনকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২ এপ্রিল) রাতে উপজেলার কদমশহর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
শাখাওয়াত উপজেলার ঈশ্বরীপুর এলাকার মৃত হারুনর রশিদের ছেলে।
গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে কদমশহর এলাকা থেকে শাখাওয়াতকে গ্রেফতার করা হয়েছে। তাকে থানায় প্রাথমিক জিঙ্গাসাবাদ করা হয়েছে। পুলিশ সুপারের (এসপি) কার্যালয়েও তাকে জিঙ্গাসাবাদ করা হবে।
রাজশাহীর এসপি এবিএম মাসুদ হোসেন জানান, শাখাওয়াতকে গ্রেফতারের জন্য পুলিশের কয়েকটি টিম কাজ করছিল। কিন্তু তিনি কোনো ধরনের ডিভাইস ব্যবহার করছিলেন না। এ কারণে তাকে গ্রেফতারে একটু বেশি সময় লাগলো।
প্রসঙ্গত, গত ২৩ মার্চ রাজশাহীর গোদাগাড়ী উপজেলার নিমঘুটু গ্রামের দুই আদিবাসী কৃষক অভিনাথ মার্ডি ও রবি মার্ডি তাদের ধানক্ষেতে পানি না পেয়ে কীটনাশক পানে আত্মহত্যা করেন। এ ঘটনার পর তোলপাড় শুরু হলে নলকূপ অপারেটর শাখাওয়াত হোসেনের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার দুটি মামলা হয়।
বিজনেস আওয়ার/০৩ এপ্রিল, ২০২২/কমা