বিজনেস আওয়ার প্রতিবেদক : পাকিস্তানের জাতীয় পরিষদ ভেঙে দিলেন দেশটির প্রেসিডেন্ট আরিফ আলভী। রবিবার (৩ এপ্রিল) এ ঘোষণা দেন তিনি।
এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব খারিজ করে দেন জাতীয় পরিষদের ডেপুটি স্পিকার কাশিম খান সুরি। এরপরই প্রেসিডেন্ট আরিফ আলভীকে সংসদ ভেঙে দেয়ার পরামর্শ দেন ইমরান খান।
অনাস্থা প্রস্তাব নাকচের পর জাতির উদ্দেশে ভাষণ দেন ইমরান খান। দেশবাসীকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, সংসদ ভেঙে দেয়ার জন্য প্রেসিডেন্টকে প্রস্তাব পাঠিয়েছেন। আপনারা পরবর্তী নির্বাচনের জন্য প্রস্তুতি নেন।
এর ঠিক কয়েক ঘণ্টার পরই দেশটির প্রেসিডেন্ট জাতীয় পরিষদ ভেঙে দেওয়ার ঘোষণা দেন। জাতীয় পরিষদ ভেঙে দেওয়ায় পরবর্তী ৯০ দিনের মধ্যে নতুন নির্বাচন অনুষ্ঠানের বিধান রয়েছে দেশটিতে।
রবিবর পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব খারিজ করে দিয়েছেন দেশটির জাতীয় পরিষদের ডেপুটি স্পিকার কাশিম খান সুরি। একই সঙ্গে তিনি জাতীয় পরিষদের অধিবেশনও মুলতবি করেছেন।
এই ঘটনার পর জাতীয় পরিষদ ভেঙে দিয়ে আগাম নির্বাচনের প্রস্তাব দেন প্রধানমন্ত্রী ইমরান খান।
বিজনেস আওয়ার/০৩ এপ্রিল, ২০২২/কমা