ঢাকা , শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ২৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

মিম হত্যা: কাভার্ডভ্যানের চালক-সহকারী রিমান্ডে

  • পোস্ট হয়েছে : ০৩:৪৮ অপরাহ্ন, রবিবার, ৩ এপ্রিল ২০২২
  • 59

বিজনেস আওয়ার প্রতিবেদক : কাভার্ডভ্যানের ধাক্কায় নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাইশা মমতাজ মীমের মৃত্যুর ঘটনায় করা মামলায় চালক সাইফুল ইসলাম ও তার সহকারী মশিউর রহমানের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রবিবার (৩ এপ্রিল) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবুবকর ছিদ্দিকের আদালত শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা খিলক্ষেত থানার এসআই রিপন কুমার আসামিদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন।

বাদীপক্ষে কয়েকজন আইনজীবী সাত দিনের রিমান্ড মঞ্জুরের প্রার্থণা করেন। তবে আসামিদের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। এরপর আদালত দুই আসামির চার দিনের রিমান্ডের আদেশ দেন।

গত ১ এপ্রিল রাতে কাভার্ডভ্যানের চালক সাইফুল ও তার সহকারী মশিউরকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করে খিলক্ষেত থানা পুলিশ। এ সময় কাভার্ড ভ্যানটিও জব্দ করা হয়।

জানা যায়, গত শুক্রবার (১ এপ্রিল) সকালে উত্তরার বাসা থেকে বের হয়ে স্কুটি নিয়ে গুলশানের দিকে যাচ্ছিলেন মীম। কুড়িল ফ্লাইওভার থেকে নামার পথে একটি কাভার্ডভ্যানের সঙ্গে তার স্কুটির ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই নিহত হন মীম। পরে সকাল সাড়ে ৭টার দিকে একজন পথচারী মীমকে রাস্তায় পড়ে থাকতে দেখে ৯৯৯-এ ফোন করে জানান। পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়।

এই ঘটনার পরের দিন সন্ধ্যায় রাজধানীর খিলক্ষেত থানায় ২০১৮ সালের সড়ক পরিবহন আইনে মামলাটি করেন মীমের বাবা নূর মোহাম্মদ মামুন।

বিজনেস আওয়ার/০৩ এপ্রিল, ২০২২/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

মিম হত্যা: কাভার্ডভ্যানের চালক-সহকারী রিমান্ডে

পোস্ট হয়েছে : ০৩:৪৮ অপরাহ্ন, রবিবার, ৩ এপ্রিল ২০২২

বিজনেস আওয়ার প্রতিবেদক : কাভার্ডভ্যানের ধাক্কায় নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাইশা মমতাজ মীমের মৃত্যুর ঘটনায় করা মামলায় চালক সাইফুল ইসলাম ও তার সহকারী মশিউর রহমানের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রবিবার (৩ এপ্রিল) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবুবকর ছিদ্দিকের আদালত শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা খিলক্ষেত থানার এসআই রিপন কুমার আসামিদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন।

বাদীপক্ষে কয়েকজন আইনজীবী সাত দিনের রিমান্ড মঞ্জুরের প্রার্থণা করেন। তবে আসামিদের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। এরপর আদালত দুই আসামির চার দিনের রিমান্ডের আদেশ দেন।

গত ১ এপ্রিল রাতে কাভার্ডভ্যানের চালক সাইফুল ও তার সহকারী মশিউরকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করে খিলক্ষেত থানা পুলিশ। এ সময় কাভার্ড ভ্যানটিও জব্দ করা হয়।

জানা যায়, গত শুক্রবার (১ এপ্রিল) সকালে উত্তরার বাসা থেকে বের হয়ে স্কুটি নিয়ে গুলশানের দিকে যাচ্ছিলেন মীম। কুড়িল ফ্লাইওভার থেকে নামার পথে একটি কাভার্ডভ্যানের সঙ্গে তার স্কুটির ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই নিহত হন মীম। পরে সকাল সাড়ে ৭টার দিকে একজন পথচারী মীমকে রাস্তায় পড়ে থাকতে দেখে ৯৯৯-এ ফোন করে জানান। পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়।

এই ঘটনার পরের দিন সন্ধ্যায় রাজধানীর খিলক্ষেত থানায় ২০১৮ সালের সড়ক পরিবহন আইনে মামলাটি করেন মীমের বাবা নূর মোহাম্মদ মামুন।

বিজনেস আওয়ার/০৩ এপ্রিল, ২০২২/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: