ঢাকা , বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

৯ মাসে বিদ্যুৎ খাতে ৪১ শতাংশের ইপিএস বেড়েছে

  • পোস্ট হয়েছে : ০৯:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২০
  • 66

বিজনেস আওয়ার প্রতিবেদক : শেয়ারবাজারে বিদ্যুৎ ও জ্বালানি খাতে ১৯টি কোম্পানি রয়েছে। এসব কোম্পানির মধ্যে ১৭টি ৩১ মার্চ ২০২০ (২০১৯ সালের জুলাই থেকে ২০২০ সালের মার্চ) সমাপ্ত ৯ মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এসব কোম্পানির মধ্যে ৪১ শতাংশের শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) আগের বছর থেকে বেড়েছে।

জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে ৭টির বা ৪১ শতাংশের শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) বেড়েছে, ৯টির বা ৫৩ শতাংশের ইপিএস বেড়েছে আর ১টির বা ৬ শতাংশের শেয়ারপ্রতি লোকসান হয়েছে।

কোম্পানিগুলোর মধ্যে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) সবচেয়ে বেশি অর্থাৎ ৩১ শতাংশ কমেছে ডেকসোর। দ্বিতীয় সর্বোচ্চ ২৬ শতাংশ তিতাস গ্যাসের এবং তৃতীয় সর্বোচ্চ ২৪ শতাংশ ইপিএস কমেছে ইউনাইটেড পাওয়ারের। আর ইপিএস সবচেয়ে কম অর্থাৎ ৩ শতাংশ কমেছে শাহজিবাজার পাওয়ারের।

শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) সবচেয়ে বেশি অর্থাৎ ১৯৩ শতাংশ বেড়েছে ইস্টার্ণ লুব্রিকেন্টসের। দ্বিতীয় সর্বোচ্চ ৫১ শতাংশ বারাকা পাওয়ারের এবং তৃতীয় সর্বোচ্চ ১৫ শতাংশ ইপিএস বেড়েছে সামিট পাওয়ারের। আর ইপিএস সবচেয়ে কম অর্থাৎ ৫ শতাংশ করে বেড়েছে জিবিবি পাওয়ার ও পদ্মা অয়েলের।

অর্থছরের ৯ মাসে একটির অর্থাৎ সিভিও পেট্রোকেমিক্যালের শেয়ারপ্রতি লোকসান হয়েছে।

নাম২০২০ সালের ইপিএস২০১৯ সালের ইপিএসব্যবধান
   বেড়েছে
ইস্টার্ণ লুব্রিকেন্ট৬.০৯ টাকা২.০৮ টাকা১৯৩%
বারাকা পাওয়ার১.৯২ টাকা১.২৭ টাকা৫১%
সামিট পাওয়ার৪.০৮ টাকা৩.৫৬ টাকা১৫%
এমজেএলবিডি৪.৯২ টাকা৪.৩৩ টাকা১৪%
পাওয়ার গ্রীড৪.১৮ টাকা৩.৭৫ টাকা১১%
জিবিবি পাওয়ার০.৮০ টাকা০.৭৬ টাকা৫%
পদ্মা অয়েল২০.৬৩ টাকা১৯.৭২ টাকা৫%
    
   কমেছে
ডেসকো১.৩৭ টাকা১.৯৮ টাকা৩১%
তিতাস গ্যাস২.১১ টাকা২.৮৭ টাকা২৬%
ইউনাইটেড পাওয়ার৮.৯৪ টাকা১১.৭১ টাকা২৪%
ইন্ট্রাকো০.৫৩ টাকা০.৬৮ টাকা২২%
যমুনা অয়েল১৩.১৪ টাকা১৫.৭৭ টাকা১৭%
খুলনা পাওয়ার২.৬৩ টাকা৩.০৯ টাকা১৫%
ডরিন পাওয়ার৪.১৫ টাকা৪.৭১ টাকা১২%
মেঘনা পেট্রোলিয়াম১৯.৭২ টাকা২১.৫৩ টাকা৮%
শাহজিবাজার৩.৩৬ টাকা৩.৪৭ টাকা৩%
    
   লোকসান
সিভিও(০.৩৭) টাকা০.২১ টাকা২৭৬%

বিজনেস আওয়ার/২২ জুলাই, ২০২০/এস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

৯ মাসে বিদ্যুৎ খাতে ৪১ শতাংশের ইপিএস বেড়েছে

পোস্ট হয়েছে : ০৯:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২০

বিজনেস আওয়ার প্রতিবেদক : শেয়ারবাজারে বিদ্যুৎ ও জ্বালানি খাতে ১৯টি কোম্পানি রয়েছে। এসব কোম্পানির মধ্যে ১৭টি ৩১ মার্চ ২০২০ (২০১৯ সালের জুলাই থেকে ২০২০ সালের মার্চ) সমাপ্ত ৯ মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এসব কোম্পানির মধ্যে ৪১ শতাংশের শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) আগের বছর থেকে বেড়েছে।

জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে ৭টির বা ৪১ শতাংশের শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) বেড়েছে, ৯টির বা ৫৩ শতাংশের ইপিএস বেড়েছে আর ১টির বা ৬ শতাংশের শেয়ারপ্রতি লোকসান হয়েছে।

কোম্পানিগুলোর মধ্যে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) সবচেয়ে বেশি অর্থাৎ ৩১ শতাংশ কমেছে ডেকসোর। দ্বিতীয় সর্বোচ্চ ২৬ শতাংশ তিতাস গ্যাসের এবং তৃতীয় সর্বোচ্চ ২৪ শতাংশ ইপিএস কমেছে ইউনাইটেড পাওয়ারের। আর ইপিএস সবচেয়ে কম অর্থাৎ ৩ শতাংশ কমেছে শাহজিবাজার পাওয়ারের।

শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) সবচেয়ে বেশি অর্থাৎ ১৯৩ শতাংশ বেড়েছে ইস্টার্ণ লুব্রিকেন্টসের। দ্বিতীয় সর্বোচ্চ ৫১ শতাংশ বারাকা পাওয়ারের এবং তৃতীয় সর্বোচ্চ ১৫ শতাংশ ইপিএস বেড়েছে সামিট পাওয়ারের। আর ইপিএস সবচেয়ে কম অর্থাৎ ৫ শতাংশ করে বেড়েছে জিবিবি পাওয়ার ও পদ্মা অয়েলের।

অর্থছরের ৯ মাসে একটির অর্থাৎ সিভিও পেট্রোকেমিক্যালের শেয়ারপ্রতি লোকসান হয়েছে।

নাম২০২০ সালের ইপিএস২০১৯ সালের ইপিএসব্যবধান
   বেড়েছে
ইস্টার্ণ লুব্রিকেন্ট৬.০৯ টাকা২.০৮ টাকা১৯৩%
বারাকা পাওয়ার১.৯২ টাকা১.২৭ টাকা৫১%
সামিট পাওয়ার৪.০৮ টাকা৩.৫৬ টাকা১৫%
এমজেএলবিডি৪.৯২ টাকা৪.৩৩ টাকা১৪%
পাওয়ার গ্রীড৪.১৮ টাকা৩.৭৫ টাকা১১%
জিবিবি পাওয়ার০.৮০ টাকা০.৭৬ টাকা৫%
পদ্মা অয়েল২০.৬৩ টাকা১৯.৭২ টাকা৫%
    
   কমেছে
ডেসকো১.৩৭ টাকা১.৯৮ টাকা৩১%
তিতাস গ্যাস২.১১ টাকা২.৮৭ টাকা২৬%
ইউনাইটেড পাওয়ার৮.৯৪ টাকা১১.৭১ টাকা২৪%
ইন্ট্রাকো০.৫৩ টাকা০.৬৮ টাকা২২%
যমুনা অয়েল১৩.১৪ টাকা১৫.৭৭ টাকা১৭%
খুলনা পাওয়ার২.৬৩ টাকা৩.০৯ টাকা১৫%
ডরিন পাওয়ার৪.১৫ টাকা৪.৭১ টাকা১২%
মেঘনা পেট্রোলিয়াম১৯.৭২ টাকা২১.৫৩ টাকা৮%
শাহজিবাজার৩.৩৬ টাকা৩.৪৭ টাকা৩%
    
   লোকসান
সিভিও(০.৩৭) টাকা০.২১ টাকা২৭৬%

বিজনেস আওয়ার/২২ জুলাই, ২০২০/এস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: