বিজনেস আওয়ার প্রতিবেদক : উয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল প্রথম ম্যাচে জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। মঙ্গলবার রাতে ঘরের মাঠ ইতিহাদে তারা অ্যাটলেটিকো মাদ্রিদকে হারিয়েছে ১-০ গোলে।
ঘরের মাঠে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে প্রথমার্ধে কোনো গোলের দেখা পায়নি সিটি। যদিও তারা বেশ কয়েকটি সুযোগ মিস করে। বিরতির পর ৬৮ মিনিটে গার্দিওলা মাঠে নামান ফিল ফোডেনকে। তিনি এসেই দৃশ্যপট পাল্টে দেন।
৭০ মিনিটের সময় বক্সের বাইরে থেকে কেভিন ডি ব্রুইনকে বল বাড়িয়ে দেন ফোডেন। ব্রুইনকে রুখতে সামনে চলে আসেন অ্যাটলেটিকোর গোলরক্ষক জান অবলাক। তাকে পরাস্ত করে দূরের পোস্ট দিয়ে জোরালো শটে বল জালে জড়ান ব্রুইন। উল্লাসে ফেটে পড়ে ইতিহাদ স্টেডিয়াম।
এরপর অবশ্য আরও একটি গোলের সুযোগ পেয়েছিলেন ডি ব্রুইন। কিন্তু সেটি রুখে দেন অ্যাটলেটিকোর রক্ষণভাগের খেলোয়াড় স্টেফান সাভিস। শেষ পর্যন্ত ব্রুইনের গোলে ভর করে জয় নিয়ে মাঠ ছাড়ে সিটি।
বিজনেস আওয়ার/০৬ এপ্রিল, ২০২২/কমা