বিজনেস আওয়ার প্রতিবেদক : বিশ্বের একাধিক দেশে ছড়িয়ে পড়া করোনার ভাইরাতের নতুন ধরন ‘এক্সই’ এবার ভারতের মুম্বাইয়ে একজনের দেহে শনাক্ত হয়েছে।
এ বিষয়ে দেশটির কেন্দ্রীয় সরকার জানিয়েছে, ৫০ বছর বয়সী দক্ষিণ আফ্রিকা ফেরত ওই করোনা আক্রান্ত নারীর নমুনা ‘ন্যাশনাল ইন্সটিটিউট অব বায়োমেডিক্যাল জেনোমিক্সে (এনআইবিএমজি) পাঠানো হয়েছে। সেই রিপোর্ট পাওয়ার পরই নিশ্চিত হওয়া যাবে, আদৌ ওমিক্রনের নতুন রূপ ‘এক্সই’ ভারতে প্রবেশ করেছে কি না।
যদিও ভাইরাস বিশেষজ্ঞরা জানান, চলতি বছরের জানুয়ারিতে ইংল্যান্ডে ‘এক্সই’ রূপের প্রথম সন্ধান মেলার পর তা একাধিক দেশে ছড়িয়ে পড়ে।
জানা গেছে, এখন পর্যন্ত করোনাভাইরাসের সবচেয়ে সংক্রামক ধরন ওমিক্রন। সেই ওমিক্রনের মধ্যে আবার এত দিন ‘বিএ.২’ উপ-ধরন বেশি সংক্রমক বলে জানা গিয়েছিল। তবে বিশেষজ্ঞদের একাংশ বলছেন, ‘এক্সই’ ‘বিএ.২’ উপ-ধরনের তুলনায় অন্তত ১০ শতাংশ বেশি সংক্রামক।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার সক্রামক রোগ বিশেষজ্ঞদের প্রাথমিক ধারণা, করোনাভাইরাসের ওমিক্রন রূপের অন্তর্গত ‘বিএ.১’ ও ‘বিএ.২’ উপ-ধরন দু’টির সংমিশ্রণের পর ‘এক্সই’ উপ-ধরন তৈরি হয়েছে। সূত্র : এনডিটিভি।
বিজনেস আওয়ার/০৭ এপ্রিল, ২০২২/কমা