বিজনেস আওয়ার প্রতিবেদক : বিশ্বে করোনা ভাইরাসে শনাক্ত ৪৯ কোটি ৭৮ লাখ ৩৫ হাজার ২২৪ জন। আর ভাইরাসটিতে মৃত্যু ছাড়াল ৬১ লাখ ৯৯ হাজার ২৭৬ জন। শনিবার (০৯ এপ্রিল) সকাল ১০টায় আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার সূত্রে এ তথ্য জানা গেছে।
ভাইরাসটি থেকে একই সময় পর্যন্ত সুস্থ হয়েছে ৪৩ কোটি ৩২ লাখ ০৪ হাজার ১৭৩ জন।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৮ কোটি ২০ লাখ ৩৪ হাজার ৭৩৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১০ লাখ ১১ হাজার ৬৬৫ জন মানুষ মারা গেছেন।
করোনায় ভারতে করোনা শনাক্ত হয়েছে ৪ কোটি ৩০ লাখ ৩৪ হাজার ২১৭ জন। মারা গেছেন ৫ লাখ ২১ হাজার ৬৮৬ জন। আর ব্রাজিলে ৩ কোটি ০১ লাখ ২৩ হাজার ৯৬৩ জনের শনাক্ত হয়েছে। মারা গেছেন ৬ লাখ ৬১ হাজার ১৮২ জন।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।
বিজনেস আওয়ার/০৯ এপ্রিল, ২০২২/কমা