ঢাকা , শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ট্রাক চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

  • পোস্ট হয়েছে : ১২:৪০ অপরাহ্ন, রবিবার, ১০ এপ্রিল ২০২২
  • 68

বিজনেস আওয়ার প্রতিবেদক : বগুড়ার দুপচাঁচিয়ায় ট্রাকের চাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। রবিবার (১০ এপ্রিল) সকালে উপজেলার নওগাঁ-বগুড়া মহাসড়কের থানা বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনাটি ঘটে ।

দুর্ঘটনায় মৃতরা হলেন- শোয়েব মাহামুদ (৪৫) ও সাখাওয়াত হোসেন পলাশ (৪৮)। নিহত শোয়েব মাহামুদ সিরাজগঞ্জ সদরের আলোবাদিয়া গ্রামের মৃত গাজী আবু সাঈদ শেখের ছেলে ও সাখাওয়াত হোসেন পলাশ বগুড়া সদরের খান্দার স্টেডিয়াম এলাকার মৃত শাহাদাত হোসেনের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহত শোয়েব ও পলাশ দু’জন ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। শোয়েব বগুড়া শহরের রানা প্লাজাতে ইলেক্ট্রিশিয়ান এবং পলাশ নওগাঁ মহাদেবপুরে এলজিডি অফিসে ওয়ার্ক অ্যাসিসটেন্ট হিসেবে কর্মরত ছিলেন। সম্প্রতি পলাশের অন্যত্র পোস্টিং হওয়ায় তিনি শোয়েবকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলযোগে মহাদেবপুরে যাচ্ছিলেন। থানা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছলে ট্রাকটি মোটরসাইকেলটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই শোয়েবের মৃত্যু হয়।

দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত দুইজনের লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

বিজনেস আওয়ার/১০ এপ্রিল, ২০২২/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

ট্রাক চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

পোস্ট হয়েছে : ১২:৪০ অপরাহ্ন, রবিবার, ১০ এপ্রিল ২০২২

বিজনেস আওয়ার প্রতিবেদক : বগুড়ার দুপচাঁচিয়ায় ট্রাকের চাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। রবিবার (১০ এপ্রিল) সকালে উপজেলার নওগাঁ-বগুড়া মহাসড়কের থানা বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনাটি ঘটে ।

দুর্ঘটনায় মৃতরা হলেন- শোয়েব মাহামুদ (৪৫) ও সাখাওয়াত হোসেন পলাশ (৪৮)। নিহত শোয়েব মাহামুদ সিরাজগঞ্জ সদরের আলোবাদিয়া গ্রামের মৃত গাজী আবু সাঈদ শেখের ছেলে ও সাখাওয়াত হোসেন পলাশ বগুড়া সদরের খান্দার স্টেডিয়াম এলাকার মৃত শাহাদাত হোসেনের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহত শোয়েব ও পলাশ দু’জন ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। শোয়েব বগুড়া শহরের রানা প্লাজাতে ইলেক্ট্রিশিয়ান এবং পলাশ নওগাঁ মহাদেবপুরে এলজিডি অফিসে ওয়ার্ক অ্যাসিসটেন্ট হিসেবে কর্মরত ছিলেন। সম্প্রতি পলাশের অন্যত্র পোস্টিং হওয়ায় তিনি শোয়েবকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলযোগে মহাদেবপুরে যাচ্ছিলেন। থানা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছলে ট্রাকটি মোটরসাইকেলটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই শোয়েবের মৃত্যু হয়।

দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত দুইজনের লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

বিজনেস আওয়ার/১০ এপ্রিল, ২০২২/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: