বিজনেস আওয়ার প্রতিবেদক : উত্তরা ব্যাংক থেকে শেয়ারবাজারে তালিকাভুক্ত ১৮ কোম্পানিতে বিনিয়োগ করা হয়েছে। এরমধ্যে দুই কোম্পানিতে বিনিয়োগ রয়েছে ৩১২ কোটি টাকা বা ৯৩ শতাংশ।
উত্তরা ব্যাংক থেকে শেয়ারবাজারে তালিকাভুক্ত ১৮ কোম্পানিতে বিনিয়োগের বুক ভ্যালু রয়েছে ৫৩ কোটি ৯৪ লাখ টাকা। যার বাজার মূল্য দাঁড়িয়েছে ৩৩৬ কোটি ৮৮ লাখ টাকায়।
এরমধ্যে সবচেয়ে বেশি বিনিয়োগ রয়েছে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের (আইসিবি) শেয়ারে। এ কোম্পানিটিতে উত্তরা ব্যাংকের বিনিয়োগের বাজার দর রয়েছে ১৫৮ কোটি ৭১ লাখ টাকা। এরপরে দ্বিতীয় সর্বোচ্চ ১৫৩ কোটি ২ লাখ টাকা বিনিয়োগ রয়েছে ইস্টার্ন ব্যাংকে।
আরও পড়ুন….
শেয়ারবাজারে ৯ কোম্পানিতে ব্র্যাক ব্যাংকের বিনিয়োগ ৪৩৫ কোটি টাকা
আইএফআইসি ব্যাংকের ক্যাপিটাল গেইন ১৩৯ কোটি টাকা : সবচেয়ে বেশি বিনিয়োগ বেক্সিমকো ফার্মায়
নিজ খাতের বা ব্যাংকের শেয়ারে বিনিয়োগে বেশি আগ্রহী উত্তরা ব্যাংক। এ কোম্পানিটি থেকে বিনিয়োগকৃত ১৮টি কোম্পানির মধ্যে ১১টিই ব্যাংক।
আনরিয়েলাইজড ছাড়াই উত্তরা ব্যাংকের একক হিসাবে শেয়ারবাজার থেকে ২০২১ সালে ৭ কোটি ৬৫ লাখ টাকার রিয়েলাইজড গেইন হয়েছে। যার পরিমাণ এর আগের বছরে হয়েছিল ৫০ লাখ টাকা।
১৯৬৫ সালে যাত্রা শুরু করা ইস্টার্ন ব্যাংকিং কর্পোরেশন ১৯৭২ সালে উত্তরা ব্যাংক নামে ব্যবসা শুরু করে। ব্যাংকটির ২৪৩ শাখা ও ১৫টি উপশাখা রয়েছে।
বিজনেস আওয়ার/১০ এপ্রিল, ২০২২/আরএ