ঢাকা , সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

পাকিস্তানে নতুন প্রধানমন্ত্রী নির্বাচন আজ

  • পোস্ট হয়েছে : ০৯:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১১ এপ্রিল ২০২২
  • 32

বিজনেস আওয়ার প্রতিবেদক : পাকিস্তানে অনাস্থা ভোটে ইমরান খানের বিদায়ের পর দেশটির অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য আজ (১১ এপ্রিল) দেশটির জাতীয় পরিষদের অধিবেশন বসছে।

পাকিস্তানের জাতীয় পরিষদ সচিবালয়ের বরাত দিয়ে জিয়ো নিউজের প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় বেলা ২টায় জাতীয় পরিষদের অধিবেশন শুরু হবে।

এদিকে এর প্রতিবাদে দেশটির বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতাকর্মী ও সমর্থকরা। এছাড়া লন্ডনে নওয়াজ শরিফের বাসভবনের বাইরে বিক্ষোভ হয়েছে।

সমর্থকদের উদ্দেশে এক টুইট বার্তায় ইমরান খান বলেন, পাকিস্তান ১৯৪৭ সালে স্বাধীন হয়েছে ঠিকই, কিন্তু পূর্ণাঙ্গ স্বাধীনতার সংগ্রাম কেবল শুরু হলো। অন্যদিকে প্রধানমন্ত্রী পদে মুসলিম লীগ নেতা শাহবাজ শরিফের মনোনয়ন জমা দেওয়ার পর জাতীয় পরিষদ থেকে একযোগে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছে ইমরানের দলের এমপিরা।

যদিও পাকিস্তানের জাতীয় পরিষদ থেকে পদত্যাগের বিষয়ে দল এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) ভাইস চেয়ারম্যান শাহ মাহমুদ কুরেশি।

বিজনেস আওয়ার/১১ এপ্রিল, ২০২২/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

পাকিস্তানে নতুন প্রধানমন্ত্রী নির্বাচন আজ

পোস্ট হয়েছে : ০৯:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১১ এপ্রিল ২০২২

বিজনেস আওয়ার প্রতিবেদক : পাকিস্তানে অনাস্থা ভোটে ইমরান খানের বিদায়ের পর দেশটির অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য আজ (১১ এপ্রিল) দেশটির জাতীয় পরিষদের অধিবেশন বসছে।

পাকিস্তানের জাতীয় পরিষদ সচিবালয়ের বরাত দিয়ে জিয়ো নিউজের প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় বেলা ২টায় জাতীয় পরিষদের অধিবেশন শুরু হবে।

এদিকে এর প্রতিবাদে দেশটির বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতাকর্মী ও সমর্থকরা। এছাড়া লন্ডনে নওয়াজ শরিফের বাসভবনের বাইরে বিক্ষোভ হয়েছে।

সমর্থকদের উদ্দেশে এক টুইট বার্তায় ইমরান খান বলেন, পাকিস্তান ১৯৪৭ সালে স্বাধীন হয়েছে ঠিকই, কিন্তু পূর্ণাঙ্গ স্বাধীনতার সংগ্রাম কেবল শুরু হলো। অন্যদিকে প্রধানমন্ত্রী পদে মুসলিম লীগ নেতা শাহবাজ শরিফের মনোনয়ন জমা দেওয়ার পর জাতীয় পরিষদ থেকে একযোগে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছে ইমরানের দলের এমপিরা।

যদিও পাকিস্তানের জাতীয় পরিষদ থেকে পদত্যাগের বিষয়ে দল এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) ভাইস চেয়ারম্যান শাহ মাহমুদ কুরেশি।

বিজনেস আওয়ার/১১ এপ্রিল, ২০২২/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: