বিজনেস আওয়ার প্রতিবেদক : ইসরায়েলের অধিকৃত পশ্চিম তীরে নিরাপত্তা বাহিনীর হামলায় দুই ফিলিস্তিনি নারী নিহত হয়েছে। স্থানীয় সময় রবিবার (১০ এপ্রিল) এ হামলার ঘটনা ঘটে।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তরফে জানানো হয়েছে, বেথেলহেম শহরের কাছে ইসরায়েলি বাহিনীর গুলিতে ৪০ বছর বয়সী এক নারী নিহত হয়েছেন।
ফিলিস্তিনের সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, হামলায় নিহত ওই নারীর নাম গাদা ইব্রাহিম সাবাতিয়েন। তিনি ছয় সন্তানের মা।
এদিকে, ইসরায়েলি পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, দক্ষিণের শহর হেবরনে এক নারী সীমান্ত এলাকায় দেশটির একজন পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত করেন। পরে ইসরায়েলি বাহিনীর গুলিতে ওই নারীও মারা যান।
বিজনেস আওয়ার/১১ এপ্রিল, ২০২২/কমা
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: