ঢাকা , সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

সরকারের বিরুদ্ধে দুদকে বিএনপির অভিযোগ

  • পোস্ট হয়েছে : ০৫:১২ অপরাহ্ন, সোমবার, ১১ এপ্রিল ২০২২
  • 62

বিজনেস আওয়ার প্রতিবেদক : সরকারের বিরুদ্ধে দুর্নীতির সুনির্দিষ্ট তথ্য নিয়ে তা তদন্ত পূর্বক ব্যবস্থা নিতে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) অভিযোগ দিয়েছে বিএনপি। সোমবার (১১ এপ্রিল) দুপুর দেড়টায় বিএনপি প্রতিনিধিদলের নেতা দলের যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল দুদক সচিব মো. মাহবুব হোসেনের কাছে এ সংক্রান্ত লিখিত অভিযোগ জমা দেন।

মোয়াজ্জেম হোসেন আলাল সাংবাদিকদের জানান, সরকারের সুনির্দিষ্ট দুটি দুর্নীতির বিষয়ে অভিযোগ ও তথ্য-উপাত্ত নিয়ে দুদকে অভিযোগ জমা দিয়েছি। আশা করি দুদক বিএনপির অভিযোগ আমলে নিয়ে তদন্তপূর্বক ব‌্যবস্থা নেবে।

এর আগে দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে প্রতিনিধিদল দুদকে প্রবেশ করে। বিএনপির প্রতিনিধিদলের আসা খবরে দুদকের প্রধান কার্যালয় চত্বরে নিরাপত্তা জোরদার করা হয়।

বেলা ১১টায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে চিঠি দেওয়ার দলীয় সিদ্ধান্তের কথা জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘নানা প্রতিকূলতার মধ্যেও আপনারা (গণমাধ্যম) এই সরকারের সীমাহীন দুর্নীতির খবর পত্র-পত্রিকা, টিভি চ্যানেল এবং নিউজপোর্টালে প্রকাশ ও প্রচার করছেন। এই সাহসিকতার জন্য আপনাদের ধন্যবাদ দিতেই হয়। কিন্তু গণমাধ্যমে প্রকাশিত ও প্রচারিত এসব দুর্নীতির খবরের ওপর ভিত্তি করে দুর্নীতি দমন কমিশন (দুদক) কোনো অ্যাকশনে যায়—এমনটি আমাদের চোখে পড়ে না। বরং দুর্নীতির বিরুদ্ধে পেশাগত দায়িত্ব পালন করায় দুদকের একজন কর্মকর্তাকে চাকরিচ্যুত এবং হেনস্তা করার ঘটনা ঘটেছে।

বিজনেস আওয়ার/১১ এপ্রিল, ২০২২/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

সরকারের বিরুদ্ধে দুদকে বিএনপির অভিযোগ

পোস্ট হয়েছে : ০৫:১২ অপরাহ্ন, সোমবার, ১১ এপ্রিল ২০২২

বিজনেস আওয়ার প্রতিবেদক : সরকারের বিরুদ্ধে দুর্নীতির সুনির্দিষ্ট তথ্য নিয়ে তা তদন্ত পূর্বক ব্যবস্থা নিতে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) অভিযোগ দিয়েছে বিএনপি। সোমবার (১১ এপ্রিল) দুপুর দেড়টায় বিএনপি প্রতিনিধিদলের নেতা দলের যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল দুদক সচিব মো. মাহবুব হোসেনের কাছে এ সংক্রান্ত লিখিত অভিযোগ জমা দেন।

মোয়াজ্জেম হোসেন আলাল সাংবাদিকদের জানান, সরকারের সুনির্দিষ্ট দুটি দুর্নীতির বিষয়ে অভিযোগ ও তথ্য-উপাত্ত নিয়ে দুদকে অভিযোগ জমা দিয়েছি। আশা করি দুদক বিএনপির অভিযোগ আমলে নিয়ে তদন্তপূর্বক ব‌্যবস্থা নেবে।

এর আগে দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে প্রতিনিধিদল দুদকে প্রবেশ করে। বিএনপির প্রতিনিধিদলের আসা খবরে দুদকের প্রধান কার্যালয় চত্বরে নিরাপত্তা জোরদার করা হয়।

বেলা ১১টায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে চিঠি দেওয়ার দলীয় সিদ্ধান্তের কথা জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘নানা প্রতিকূলতার মধ্যেও আপনারা (গণমাধ্যম) এই সরকারের সীমাহীন দুর্নীতির খবর পত্র-পত্রিকা, টিভি চ্যানেল এবং নিউজপোর্টালে প্রকাশ ও প্রচার করছেন। এই সাহসিকতার জন্য আপনাদের ধন্যবাদ দিতেই হয়। কিন্তু গণমাধ্যমে প্রকাশিত ও প্রচারিত এসব দুর্নীতির খবরের ওপর ভিত্তি করে দুর্নীতি দমন কমিশন (দুদক) কোনো অ্যাকশনে যায়—এমনটি আমাদের চোখে পড়ে না। বরং দুর্নীতির বিরুদ্ধে পেশাগত দায়িত্ব পালন করায় দুদকের একজন কর্মকর্তাকে চাকরিচ্যুত এবং হেনস্তা করার ঘটনা ঘটেছে।

বিজনেস আওয়ার/১১ এপ্রিল, ২০২২/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: