ঢাকা , শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

চালকসহ অপহৃত ব্যবসায়ী শিবুলাল উদ্ধার

  • পোস্ট হয়েছে : ০৯:২১ পূর্বাহ্ন, বুধবার, ১৩ এপ্রিল ২০২২
  • 54

বিজনেস আওয়ার প্রতিবেদক : পটুয়াখালীতে অপহৃত ব্যবসায়ী শিবুলাল দাস ও তার গাড়ি চালককে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১২ এপ্রিল) রাত পৌনে ১১ টার দিকে শহরের এসপি কমপ্লেক্স শপিং মলের আন্ডারগ্রাউন্ড থেকে তাকে উদ্ধার করা হয়।

উদ্ধারের পর পরই শিবুলাল দাস ও তার গাড়িচালক মিরাজকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। বিষয়টি নিশ্চিত করেন পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান। তবে অপহরণ ও উদ্ধারের বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে বলে জানিয়েছেন তিনি।

গতকাল সোমবার রাতে গলাচিপা উপজেলা থেকে পটুয়াখালী শহরে ফেরার পথে ব্যবসায়ী শিবু লাল দাস অপহরণের শিকার হন। পরবর্তীতে তার পরিবারের কাছে ২০ কোটি টাকা মুক্তিপণ দাবি করা হয়। মঙ্গলবার সকালে তার ব্যবহৃত মাইক্রোবাস বরগুনা জেলার আমতলী উপজেলার একটি তেল পাম্প থেকে উদ্ধার করা হয়। এসময় গাড়ির ভিতর থেকে একটি খেলনা পিস্তল ও চালকের জুতা উদ্ধার করা হয়।

পটুয়াখালী পুলিশ সুপার মোহাম্মদ শহিদুল্লাহ জানান, ব্যবসায়ী শিবুলাল দাস অপহরণের পরপরই আমাদের সকল থানা এবং জেলা পুলিশ সাড়াশি অভিযান চালায়। অপরহরণকারীরা তাকে এবং চালক শহরের বাইরে কিংবা নদী পথে নিয়ে যেতে চেয়েছিল। কিন্তু আমাদের তৎপরতায় তারা সেটা পারেনি। এঘটনার সাথে যারা জড়িত তারা কেউ ছাড় পাবে না।

বিজনেস আওয়ার/১৩ এপ্রিল, ২০২২/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

চালকসহ অপহৃত ব্যবসায়ী শিবুলাল উদ্ধার

পোস্ট হয়েছে : ০৯:২১ পূর্বাহ্ন, বুধবার, ১৩ এপ্রিল ২০২২

বিজনেস আওয়ার প্রতিবেদক : পটুয়াখালীতে অপহৃত ব্যবসায়ী শিবুলাল দাস ও তার গাড়ি চালককে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১২ এপ্রিল) রাত পৌনে ১১ টার দিকে শহরের এসপি কমপ্লেক্স শপিং মলের আন্ডারগ্রাউন্ড থেকে তাকে উদ্ধার করা হয়।

উদ্ধারের পর পরই শিবুলাল দাস ও তার গাড়িচালক মিরাজকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। বিষয়টি নিশ্চিত করেন পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান। তবে অপহরণ ও উদ্ধারের বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে বলে জানিয়েছেন তিনি।

গতকাল সোমবার রাতে গলাচিপা উপজেলা থেকে পটুয়াখালী শহরে ফেরার পথে ব্যবসায়ী শিবু লাল দাস অপহরণের শিকার হন। পরবর্তীতে তার পরিবারের কাছে ২০ কোটি টাকা মুক্তিপণ দাবি করা হয়। মঙ্গলবার সকালে তার ব্যবহৃত মাইক্রোবাস বরগুনা জেলার আমতলী উপজেলার একটি তেল পাম্প থেকে উদ্ধার করা হয়। এসময় গাড়ির ভিতর থেকে একটি খেলনা পিস্তল ও চালকের জুতা উদ্ধার করা হয়।

পটুয়াখালী পুলিশ সুপার মোহাম্মদ শহিদুল্লাহ জানান, ব্যবসায়ী শিবুলাল দাস অপহরণের পরপরই আমাদের সকল থানা এবং জেলা পুলিশ সাড়াশি অভিযান চালায়। অপরহরণকারীরা তাকে এবং চালক শহরের বাইরে কিংবা নদী পথে নিয়ে যেতে চেয়েছিল। কিন্তু আমাদের তৎপরতায় তারা সেটা পারেনি। এঘটনার সাথে যারা জড়িত তারা কেউ ছাড় পাবে না।

বিজনেস আওয়ার/১৩ এপ্রিল, ২০২২/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: