বিজনেস আওয়ার প্রতিবেদক : ৩০ জুন ২০১৯ সমাপ্ত অর্থবছরের ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের না দেয়ার অভিযোগে শেয়ারবাজারের তালিকাভুক্ত সুহৃদ ইন্ডাস্ট্রিজের সব পরিচালকদের বিও হিসাব জব্দসহ তিনটি সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিএসইসির সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সুহৃদ ইন্ডাস্ট্রিজে সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এরপর ৩০ ডিসেম্বর বার্ষিক সাধারণ সভা (এজিএম) করে শেয়ারহোল্ডারদের সম্মতি নিয়েছে। ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের না দেয়ায় তারা বিএসইসিতে অভিযোগ করেছে। বিএসইসি শেয়ারহোল্ডারদের স্বার্থের কথা বিবেচনা করে কোম্পানির সকল পরিচালকদের বিও হিসাব জব্দ করেছে। এছাড়া কোম্পানির আর্থিক প্রতিবেদন বিশেষভাবে অডিটের জন্য অডিটর নিয়োগ দেয়া এবং আগামী ৭ দিনের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এ বিষয়ে একটি প্রতিবেদন তৈরি করে বিএসইসিতে জমা দিতে বলা হয়েছে।
এ বিষয়ে বিএসইসির নির্বাহী পরিচালক ও মূখপাত্র রেজাউল করিম বলেন, লভ্যাংশ ঘোষণা করে তা বিনয়োগকারীদের দেয়নি সুহৃদ ইন্ডাস্ট্রিজ। বিষয়টি নিয়ে একাধিক শেয়ারহোল্ডার বিএসইসি ও ডিএসইতে অভিযোগ জমা দিয়েছে। শেয়ারহোল্ডারদের স্বার্থের কথা বিবেচনা করে কমিশন কোম্পানির সব পরিচালকদের বিও হিসাব জব্দসহ তিনটি সিদ্ধান্ত নিয়েছে।
তবে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, করোনা পরিস্থিতির কারণে লভ্যাংশ ওয়ারেন্টের বিষয়টি স্থগিত রয়েছে। যে কারণে লভ্যাংশ বিতরণ সম্পন্ন করা সম্ভব হয়নি।
বিজনেস আওয়ার/২২ জুলাই, ২০২০/এস