ঢাকা , শুক্রবার, ০৩ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

লাবনীর বৈশাখের গান ‘বন্ধু তোর বাড়িতে যাবো’

  • পোস্ট হয়েছে : ০৯:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ এপ্রিল ২০২২
  • 3

বিজনেস আওয়ার প্রতিবেদক : সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ রহমান লাবণী। সারাবছর নানা ধরনের গান নিয়ে ব্যস্ত সময় পার করেন তিনি। পহেলা বৈশাখে উপলক্ষে তিনি গেয়েছেন ‘এবার পহেলা বৈশাখে বন্ধু তোর বাড়িতে যাবো’ শিরোনামে একটি গান।

ফোকধাসের এই গানটির কথা লিখেছেন গীতিকার মোঃ এনাম উল ইসলাম। গানটির সুর করেছেন দেশ বরণ্য কণ্ঠশিল্পী আবু বক্কর সিদ্দিক। গতকাল গানটি শিল্পীর নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে।

গানটি প্রসঙ্গে জানতে চাইলে শিল্পী মমতাজ রহমান লাবনী বলেন, গীতিকার গানটি অনেক যত্ন নিয়ে লিখেছেন। কথাগুলো সত্যিই খুব সুন্দর। আমাদের যাপিত জীবনের কথা এগুলো। অন্যদিকে গানটিতে চমৎকার সুর দিয়েছেন শ্রদ্ধেয় আবু বক্কর সিদ্দিক। আমরা খুব বেশি সময় নিয়ে গানটি করতে পারেনি। বলা যায় হুট করেই করা। তারপরও সবমিলে কাজটি খুব সুন্দর হয়েছে। আশা করছি গানটি সবার ভালো লাগবে।

একই বিষয়ে গীতিকার মোঃ এনাম উল ইসলাম বলেন, গানটি যখন লিখি তখনই ভালো লেগেছে। সুর করার পর মনে হয়েছে গানটি নতুন মাত্রা পেলো। শিল্পীও খুব গুরুত্ব দিয়ে গানটি গেয়েছেন। যারা বাংলা গান পছন্দ করেন, বাংলা সংস্কৃতি পছন্দ করেন, গানটি তাদের ভালো লাগবে আশা করি।

বিজনেস আওয়ার/১৪ এপ্রিল, ২০২২/আরএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

লাবনীর বৈশাখের গান ‘বন্ধু তোর বাড়িতে যাবো’

পোস্ট হয়েছে : ০৯:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ এপ্রিল ২০২২

বিজনেস আওয়ার প্রতিবেদক : সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ রহমান লাবণী। সারাবছর নানা ধরনের গান নিয়ে ব্যস্ত সময় পার করেন তিনি। পহেলা বৈশাখে উপলক্ষে তিনি গেয়েছেন ‘এবার পহেলা বৈশাখে বন্ধু তোর বাড়িতে যাবো’ শিরোনামে একটি গান।

ফোকধাসের এই গানটির কথা লিখেছেন গীতিকার মোঃ এনাম উল ইসলাম। গানটির সুর করেছেন দেশ বরণ্য কণ্ঠশিল্পী আবু বক্কর সিদ্দিক। গতকাল গানটি শিল্পীর নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে।

গানটি প্রসঙ্গে জানতে চাইলে শিল্পী মমতাজ রহমান লাবনী বলেন, গীতিকার গানটি অনেক যত্ন নিয়ে লিখেছেন। কথাগুলো সত্যিই খুব সুন্দর। আমাদের যাপিত জীবনের কথা এগুলো। অন্যদিকে গানটিতে চমৎকার সুর দিয়েছেন শ্রদ্ধেয় আবু বক্কর সিদ্দিক। আমরা খুব বেশি সময় নিয়ে গানটি করতে পারেনি। বলা যায় হুট করেই করা। তারপরও সবমিলে কাজটি খুব সুন্দর হয়েছে। আশা করছি গানটি সবার ভালো লাগবে।

একই বিষয়ে গীতিকার মোঃ এনাম উল ইসলাম বলেন, গানটি যখন লিখি তখনই ভালো লেগেছে। সুর করার পর মনে হয়েছে গানটি নতুন মাত্রা পেলো। শিল্পীও খুব গুরুত্ব দিয়ে গানটি গেয়েছেন। যারা বাংলা গান পছন্দ করেন, বাংলা সংস্কৃতি পছন্দ করেন, গানটি তাদের ভালো লাগবে আশা করি।

বিজনেস আওয়ার/১৪ এপ্রিল, ২০২২/আরএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: