বিজনেস আওয়ার প্রতিবেদক : সৌদি সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে চলতি বছর বাংলাদেশ থেকে ৫৭ হাজার ৮৫৬ জন হজে যেতে পারবেন। ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদ হক খান বুধবার (১৩ এপ্রিল) জামালপুরে এক অনুষ্ঠানে একথা বলেন।
ধর্ম প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ঐক্যবদ্ধ থাকলে আবারো শেখ হাসিনা সরকার দেশ পরিচালনা করতে পারবে। এ লক্ষে নিজেদের মধ্যকার ভুল বুঝাবুঝি দূর করে ঐক্যবদ্ধ থাকতে হবে।
প্রতিমন্ত্রী বলেন, দলের নেতাকর্মীদেরকে সরকারের ব্যাপক উন্নয়ন কার্যক্রমের কথা জনগণের নিকট তুলে ধরতে হবে।
ইসলামপুর উপজেলার ৭নং পাথর্শী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইফতেখার আলমের সভাপতিত্বে এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল বারী লিচুর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ইসলামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. এস এম জামাল আব্দুন নাছের, ইসলামপুর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক অ্যাড. আব্দুস ছালাম, বীর মুক্তিযোদ্ধা মানিকুল ইসলাম মানিক।
বিজনেস আওয়ার/১৪ এপ্রিল, ২০২২/কমা