ঢাকা , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

দক্ষিণ আফ্রিকায় বন্যায় ৩৯৫ জনের প্রাণহানি

  • পোস্ট হয়েছে : ১০:০২ পূর্বাহ্ন, শনিবার, ১৬ এপ্রিল ২০২২
  • 41

বিজনেস আওয়ার প্রতিবেদক : টানা বৃষ্টিপাতে দক্ষিণ আফ্রিকার পূর্ব উপকূলীয় প্রদেশে বন্যায় ৩৯৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এ ঘটনায় নিখোঁজদের উদ্ধারে অভিান চালাচ্ছে উদ্ধারকারীরা।

শুক্রবার (১৫ এপ্রিল) দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের আঞ্চলিক প্রধান সাইফো হ্লোমুকা একথা জানান।

সাইফো হ্লোমুকা বলেন, দুঃখজনক হলেও বন্যায় প্রাণহানি বাড়ছে। আমরা এখন পর্যন্ত ৩৯৫ জনের মৃত্যুর বিষয়ে নিশ্চিত হয়েছি।

এদিকে আকস্মিক দেখা দেওয়া এ বন্যায় কোয়াজুলু-নাটাল প্রদেশের অন্তত ৪১ হাজার মানুষ আক্রান্ত হয়েছে। নিখোঁজ রয়েছে ৫৫ জন। তাদের উদ্ধারে অভিযান চালাচ্ছে উদ্ধারকারীরা।

গত সোমবার থেকে কোয়াজুলু-নাটাল প্রদেশে বৃষ্টিপাত হচ্ছে। বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় সড়ক ও সেতু ভেসে গেছে। শহরের অনেক বাসিন্দা পানি ও বিদ্যুৎবিহীন রয়েছেন। সহযোগিতা নিয়ে তাদের কাছে পৌঁছাতে উদ্ধারকারীদের বেগ পেতে হচ্ছে।

বিজনেস আওয়ার/১৬ এপ্রিল, ২০২২/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

দক্ষিণ আফ্রিকায় বন্যায় ৩৯৫ জনের প্রাণহানি

পোস্ট হয়েছে : ১০:০২ পূর্বাহ্ন, শনিবার, ১৬ এপ্রিল ২০২২

বিজনেস আওয়ার প্রতিবেদক : টানা বৃষ্টিপাতে দক্ষিণ আফ্রিকার পূর্ব উপকূলীয় প্রদেশে বন্যায় ৩৯৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এ ঘটনায় নিখোঁজদের উদ্ধারে অভিান চালাচ্ছে উদ্ধারকারীরা।

শুক্রবার (১৫ এপ্রিল) দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের আঞ্চলিক প্রধান সাইফো হ্লোমুকা একথা জানান।

সাইফো হ্লোমুকা বলেন, দুঃখজনক হলেও বন্যায় প্রাণহানি বাড়ছে। আমরা এখন পর্যন্ত ৩৯৫ জনের মৃত্যুর বিষয়ে নিশ্চিত হয়েছি।

এদিকে আকস্মিক দেখা দেওয়া এ বন্যায় কোয়াজুলু-নাটাল প্রদেশের অন্তত ৪১ হাজার মানুষ আক্রান্ত হয়েছে। নিখোঁজ রয়েছে ৫৫ জন। তাদের উদ্ধারে অভিযান চালাচ্ছে উদ্ধারকারীরা।

গত সোমবার থেকে কোয়াজুলু-নাটাল প্রদেশে বৃষ্টিপাত হচ্ছে। বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় সড়ক ও সেতু ভেসে গেছে। শহরের অনেক বাসিন্দা পানি ও বিদ্যুৎবিহীন রয়েছেন। সহযোগিতা নিয়ে তাদের কাছে পৌঁছাতে উদ্ধারকারীদের বেগ পেতে হচ্ছে।

বিজনেস আওয়ার/১৬ এপ্রিল, ২০২২/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: