বিজনেস আওয়ার প্রতিবেদক : বিশ্বে করোনা ভাইরাসে একদিনে আক্রান্ত হিসেবে আরো ৫ লাখ শনাক্ত হয়েছে। আর ভাইরাসটিতে আক্রান্ত হয়ে একদিনে আরো দেড় হাজার প্রাণ হারিয়েছে। রবিবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার সূত্রে এ তথ্য জানা গেছে।
রবিবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত ভাইরাসটিতে শনাক্ত হয়েছে ৫০ কোটি ৪৩ লাখ ৮৫ হাজার ৭৯৩ জন। আগের দিন একই সময় পর্যন্ত ভাইরাসটিতে শনাক্ত হয়েছিল ৫০ কোটি ৩৮ লাখ ৪৬ হাজার ১১৮ জন। এহিসেবে একদিনে ভাইরাসটিতে আরো ৫ লাখ ৩৯ হাজার ৬৭৫ জন শনাক্ত হয়েছে।
রবিবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে ৬২ লাখ ২১ হাজার ৯৮১ জন। আগের দিন একই সময় পর্যন্ত ভাইরাসটিতে মৃত্যু হয়েছিল ৬২ লাখ ২০ হাজার ৪১৪ জন। এহিসেবে একদিনে ভাইরাসটিতে মৃত্যু হয়েছে এক হাজার ৫৫৭ জন। আর ভাইরাসটি থেকে একই সময় পর্যন্ত বিশ্বে সুস্থ হয়েছে ৪৫ কোটি ৫০ লাখ ৬০ হাজার ১০৮ জন।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৮ কোটি ২৩ লাখ ০৯ হাজার ১১৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১০ লাখ ১৫ হাজার ৪৪১ জন মানুষ মারা গেছেন।
করোনায় ভারতে করোনা শনাক্ত হয়েছে ৪ কোটি ৩০ লাখ ৪২ হাজার ০৯৭ জন। মারা গেছেন ৫ লাখ ২১ হাজার ৭৮১ জন। আর ব্রাজিলে ৩ কোটি ০২ লাখ ৫০ হাজার ০৭৭ জনের শনাক্ত হয়েছে। মারা গেছেন ৬ লাখ ৬১ হাজার ৯৯৩ জন।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।
বিজনেস আওয়ার/১৭ এপ্রিল, ২০২২/কমা