বিজনেস আওয়ার প্রতিবেদক : শারিরিক অসুস্থতার কথা উল্লেখ করে মঙ্গলবার (২১ জুলাই) জনপ্রশাসন সচিবের কাছে পদত্যাগপত্র জমা দেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ। তবে পদত্যাগপত্র এখনো গৃহিত হয়নি বলে জনপ্রশাসন মন্ত্রণালয় সুত্রে জানা গেছে।
এ প্রসঙ্গে জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারু বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি গতকাল পদত্যাগপত্র জমা দিয়েছেন, তাই এখন পর্যন্ত পদত্যাগপত্র গৃহিত হয়নি। এটি সরকারের উচ্চ পর্যায়ে পাঠানো হবে। সেখান থেকে পদত্যাগপত্র গ্রহণের পর শুরু হবে প্রক্রিয়া।
নতুন ডিজি নিয়োগের বিষয়ে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নান সাংবাদিকদের বলেন, নতুন ডিজি গ্রেড-১ পদ। এ পদে নিয়োগের বিষয়ে মন্ত্রণালয় থেকে নয় সরকারের উচ্চ পর্যায় থেকে সিদ্ধান্ত নেয়া হয়। তাই এখনও এ বিষয়ে আমি কিছুই জানি না।
উল্লেখ্য, অধ্যাপক ডা. দ্বীন মোহাম্মদ নুরুল হক অবসরে যাওয়ার পর স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পান অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্ব পাওয়ার পর তার মেয়াদ শেষ হয়ে গেলে তাকে আবার দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়।
বিজনেস আওয়ার/২২ জুলাই, ২০২০/এ