বিনোদন ডেস্ক : চিত্রনায়ক ইমনের নাড়ি পোঁতা সবুজ-শ্যামল গ্রাম নরসিংদী জেলার পলাশ থানার সুলতানপুরে। ব্যস্ততার কারণে গ্রামে যাওয়া হয় খুব কম। করোনার মধ্যেও যখন একে একে সব খুলে যাচ্ছে, তখন হঠাৎ করেই সোমবার নিজের গ্রামে হাজির হন ইমন।
করোনার কারণে সারা দেশের অভাবি মানুষ পড়ে গেছে সংকটের মধ্যে। নায়ক হলেও এ খবর অজানা নেই ইমনের। এফডিসির দুস্থ মানুষের পাশে আগেই দাঁড়িয়েছেন সাংগঠনিকভাবে, কিন্তু পরিজনদের কাছে যাওয়া হয়নি। এবার সে সুযোগ এল। আর তাই গ্রামের মানুষের মধ্যে ঈদ উপহার বিলি করলেন তিনি।
মানবিক তাগিদ থেকেই নিত্যপ্রয়োজনীয় সামগ্রী তুলে দিয়েছেন কয়েকজন নারী-পুরষের হাতে। গ্রামে তাঁর কাছের ভাই-বন্ধুরা আগেই তৈরি করে রেখেছিলেন অভাবি মানুষের তালিকা। সেই তালিকা ধরে সংকটে থাকা মানুষের হাতে ইমন তুলে দেন তেল, ডাল, লবণ, পেঁয়াজ ইত্যাদি।
এ প্রসঙ্গে ইমন জানান, গ্রামবাসীর হাতে সামান্য কিছু তুলে দিতে পেরে ভালো লাগছে। পরিকল্পনা আছে তাদের জন্য আরও বেশি কিছু করার। করোনায় কেউ ভালো নেই। আমাদের জায়গা থেকে কিছু করার থাকলে কেন আমরা করব না। একেবারে অন্য রকম অনুভূতি হয়েছে।
‘আকবর’ ও ‘ব্লাড’ নামের দুটি ছবিতে অভিনয় করার কথা ছিল তাঁর। করোনার কারণে দুটি ছবির কাজ বন্ধ হয়ে আছে। করোনা যে এমনভাবে জেঁকে বসবে, মাসের পর মাস স্থবির করে দেবে জীবনযাত্রা, অন্য অনেকের মতো তিনিও ভাবতে পারেননি।
শুরুতে এটাকে মেনে নিলেও ধীরে ধীরে মন অশান্ত হয়ে উঠতে শুরু করে তাঁর। শেষ পর্যন্ত অভিনয়ের ক্ষুধার কাছে হার মেনে ঈদে একটি নাটকের কাজে নেমে পড়েন তিনি।গল্প শুনে ভালো লেগে গেলে কাজ করতে রাজি হন ইমন। সম্প্রতি ইমন চুক্তিবদ্ধ হয়েছেন অনন্ত জলিলের নতুন সিনেমায়।
বিজনেস আওয়ার/২২ জুলাই, ২০২০/এ