ঢাকা , বুধবার, ১৪ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

নিউমার্কেট এলাকায় ব্যবসায়ীদের সাথে শিক্ষার্থীদের সংঘর্ষ

  • পোস্ট হয়েছে : ০৮:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০২২
  • 73

বিজনেস আওয়ার প্রতিবেদক : ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ীদের সংঘর্ষ হয়েছে। উভয় পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। সোমবার (১৮ এপ্রিল) রাত ১২টার দিকে এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে ঢাকা কলেজের মাস্টার্সের দুই শিক্ষার্থী নিউমার্কেটে কেনাকাটা করতে যান। এসময় কেনাকাটা নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুই শিক্ষার্থীকে ছুরিকাঘাত করা হয়েছে এমন খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে নিউমার্কেট থানা এলাকায় একদল শিক্ষার্থী জড়ো হয়। এরপরই সংঘর্ষ শুরু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ব্যবসায়ীরা বলাকা সিনেমা হলের সামনে অবস্থান নেন। অন্যদিকে নিউমার্কেট এলাকায় অবস্থান নেন শিক্ষার্থীরা। সংঘবদ্ধ হয়ে তারা একে অপরকে ইট-পাটকেল নিক্ষেপ করেন।

রমনা জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) সাজ্জাদ হোসেন বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যবসায়ী ও শিক্ষার্থীদের মাঝখানে পুলিশ ব্যারিকেড গড়ে তুলেছে।

বিজনেস আওয়ার/১৯ এপ্রিল, ২০২২/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

নিউমার্কেট এলাকায় ব্যবসায়ীদের সাথে শিক্ষার্থীদের সংঘর্ষ

পোস্ট হয়েছে : ০৮:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০২২

বিজনেস আওয়ার প্রতিবেদক : ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ীদের সংঘর্ষ হয়েছে। উভয় পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। সোমবার (১৮ এপ্রিল) রাত ১২টার দিকে এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে ঢাকা কলেজের মাস্টার্সের দুই শিক্ষার্থী নিউমার্কেটে কেনাকাটা করতে যান। এসময় কেনাকাটা নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুই শিক্ষার্থীকে ছুরিকাঘাত করা হয়েছে এমন খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে নিউমার্কেট থানা এলাকায় একদল শিক্ষার্থী জড়ো হয়। এরপরই সংঘর্ষ শুরু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ব্যবসায়ীরা বলাকা সিনেমা হলের সামনে অবস্থান নেন। অন্যদিকে নিউমার্কেট এলাকায় অবস্থান নেন শিক্ষার্থীরা। সংঘবদ্ধ হয়ে তারা একে অপরকে ইট-পাটকেল নিক্ষেপ করেন।

রমনা জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) সাজ্জাদ হোসেন বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যবসায়ী ও শিক্ষার্থীদের মাঝখানে পুলিশ ব্যারিকেড গড়ে তুলেছে।

বিজনেস আওয়ার/১৯ এপ্রিল, ২০২২/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: