বিজনেস আওয়ার প্রতিবেদক : তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, জাতি-ধর্ম নির্বিশেষে সবার আগে মানুষ সত্য, তার উপরে কিছু নাই। আমাদের মনে করতে হবে, আমরা বিশ্বে ৮৫০ কোটির একটি পরিবার। ‘তাই সবাই আসুন হিংসা, হানাহানি বাদ দিয়ে সমাজে শান্তি প্রতিষ্ঠা করি। ’
সোমবার সন্ধ্যায় আঙ্কারায় বিদেশি কূটনীতিকদের সম্মানে আয়োজিত এক ইফতার মাহফিলে এরদোগান এসব কথা বলেন।
এরদোগান বলেন, ইউক্রেন পরিস্থিতি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে জাতিসংঘের সংস্কার কতটা জরুরি। বিশ্বের ৫ পরাশক্তির কাছে আমরা কতটা জিম্মি তা রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের দিকে তাকালেই বুঝা যায়। খবর দ্য হুরিয়াত ডেইলির।
তিনি বলেন, ইউক্রেনের যুদ্ধ থামাতে প্রচেষ্টা অব্যাহত রেখেছি।
এরদোগান বলেন, আমরা প্রথমে মানুষ, তার পর আমাদের পরিচয়- এশিয়ান, আফ্রিকান ও ইউরোপীয় প্রভৃতি।
বিজনেস আওয়ার/১৯ এপ্রিল, ২০২২/কমা