বিজনেস আওয়ার প্রতিবেদক : ঈদকে সামনে রেখে পূর্ব ঘোষণা অনুযায়ী বুধবার (২০ এপ্রিল) থেকে ব্যাংকগুলো গ্রাহকদের নতুন নোট বিনিময় করা শুরু করেছে। সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ছাড়া আগামী ২৮ এপ্রিল পর্যন্ত নতুন নোট বিনিময় করবে ব্যাংকগুলো।
কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ থেকে বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন অফিসে কাউন্টারের মাধ্যমে জনসাধারণের মাঝে নতুন নোট বিনিময় শুরু হয়েছে। এছাড়া, ঢাকা শহরের বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের ৩২টি শাখা থেকেও ১০, ২০, ৫০ টাকা ও ১০০ টাকা মূল্যমান পর্যন্ত নতুন নোট প্রতিটি একটি প্যাকেট করে বিশেষ ব্যবস্থায় বিনিময় করা হচ্ছে।
একজন ব্যক্তি একাধিকবার নতুন নোট গ্রহণ করতে পারবেন না। তবে নোট উত্তোলনকালে কেউ ইচ্ছা করলে কাউন্টার থেকে পরিমাণ নির্বিশেষে যেকোনো মূল্যমানের ধাতব মুদ্রা গ্রহণ করতে পারবেন।
বিজনেস আওয়ার/২০ এপ্রিল, ২০২২/কমা
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: