বিজনেস আওয়ার প্রতিবেদক : বুধবার (২২ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ৯৬টির বা ২৮.২৩ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে ইসলামী ব্যাংকের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, মঙ্গলবার কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর ছিল ২০.৩০ টাকায়। আজ লেনদেন শেষে এর শেয়ার দর দাঁড়ায় ১৮.৩০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ২ টাকা বা ৯.৮৫ শতাংশ কমেছে। এর মাধ্যমে ইসলামী ব্যাংক ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ইউনাইটেড ইন্স্যুরেন্সের ৫.৬৩ শতাংশ, নর্দার্ণ ইসলামী ইন্স্যুরেন্সের ৫.২১ শতাংশ, তুংহাই নিটিংয়ের ৫ শতাংশ, মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের ৪.৬১ শতাংশ, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের ৪.৫৯ শতাংশ, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের ৪.৫৪ শতাংশ, আইসিবি এমপ্লয়েজ প্রভিযেন্ট মিউচ্যুয়াল ফান্ড ওয়ান : স্কিম ওয়ানের ৪.৫৪ শতাংশ, প্রগতি ইন্স্যুরেন্সের ৪.২৬ শতাংশ এবং কর্ণফুলি ইন্স্যুরেন্সের দর ৪.২৪ শতাংশ কমেছে।
বিজনেস আওয়ার/২২ জুলাই, ২০২০/এস