ঢাকা , শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ২৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

নিউমার্কেটে সংঘর্ষের ঘটনায় তিন মামলা, আসামি ১২০০

  • পোস্ট হয়েছে : ১২:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ এপ্রিল ২০২২
  • 50

বিজনেস আওয়ার প্রতিবেদক : রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী ও শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় পৃথক তিনটি মামলা হয়েছে। এসব মামলায় এক হাজার ২০০ জনকে আসামি করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) দুপুরে নিউমার্কেট থানার অফিসার ইনচার্জ (ওসি) স ম কাইয়ুম মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলায় নিউমার্কেট ব্যবসায়ী, কর্মচারী ও শিক্ষার্থী আসামি করা হয়েছে।

জানা গেছে, ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনায় পুলিশের ওপর হামলার অভিযোগে এজাহারে ২৪ জনের নাম উল্লেখ করা হয়। সেই সঙ্গে অজ্ঞাত হিসেবে ব্যবসায়ী ও কর্মচারীর নাম দেওয়া হয়েছে এবং ঢাকা কলেজের ৭০০ জনকে অজ্ঞাত হিসেবে আসামি করা হয়েছে। এছাড়া বিস্ফোরকদ্রব্য আইনে করা আরেকটি মামলায় অজ্ঞাতনামা দেড় থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে।

এর আগে সংঘর্ষের ঘটনায় নিহত মো. নাহিদের বাবা বাদি হয়ে মামলা করেন। এনিয়ে এ ঘটনায় ৪টি মামলা হলো।

সোমবার (১৭ এপ্রিল) রাত ১২টার দিকে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিউমার্কেটের ব্যবসায়ী ও দোকান কর্মীদের সংঘর্ষ শুরু হয়। প্রায় আড়াই ঘণ্টা চলে এ সংঘর্ষ। এরপর রাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও মঙ্গলবার (১৮ এপ্রিল) সকাল ১০টার পর থেকে ফের দফায় দফায় শুরু হয় সংঘর্ষ। এ ঘটনায় ২ জন মারা যান।

বিজনেস আওয়ার/২১ এপ্রিল, ২০২২/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

নিউমার্কেটে সংঘর্ষের ঘটনায় তিন মামলা, আসামি ১২০০

পোস্ট হয়েছে : ১২:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ এপ্রিল ২০২২

বিজনেস আওয়ার প্রতিবেদক : রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী ও শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় পৃথক তিনটি মামলা হয়েছে। এসব মামলায় এক হাজার ২০০ জনকে আসামি করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) দুপুরে নিউমার্কেট থানার অফিসার ইনচার্জ (ওসি) স ম কাইয়ুম মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলায় নিউমার্কেট ব্যবসায়ী, কর্মচারী ও শিক্ষার্থী আসামি করা হয়েছে।

জানা গেছে, ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনায় পুলিশের ওপর হামলার অভিযোগে এজাহারে ২৪ জনের নাম উল্লেখ করা হয়। সেই সঙ্গে অজ্ঞাত হিসেবে ব্যবসায়ী ও কর্মচারীর নাম দেওয়া হয়েছে এবং ঢাকা কলেজের ৭০০ জনকে অজ্ঞাত হিসেবে আসামি করা হয়েছে। এছাড়া বিস্ফোরকদ্রব্য আইনে করা আরেকটি মামলায় অজ্ঞাতনামা দেড় থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে।

এর আগে সংঘর্ষের ঘটনায় নিহত মো. নাহিদের বাবা বাদি হয়ে মামলা করেন। এনিয়ে এ ঘটনায় ৪টি মামলা হলো।

সোমবার (১৭ এপ্রিল) রাত ১২টার দিকে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিউমার্কেটের ব্যবসায়ী ও দোকান কর্মীদের সংঘর্ষ শুরু হয়। প্রায় আড়াই ঘণ্টা চলে এ সংঘর্ষ। এরপর রাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও মঙ্গলবার (১৮ এপ্রিল) সকাল ১০টার পর থেকে ফের দফায় দফায় শুরু হয় সংঘর্ষ। এ ঘটনায় ২ জন মারা যান।

বিজনেস আওয়ার/২১ এপ্রিল, ২০২২/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: