বিজনেস আওয়ার প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ বিল্ডিং সিস্টেমসের (বিবিএস) চলতি অর্থবছরের ৯ মাসে (জুলাই’২১-মার্চ’২২) সহযোগি কোম্পানিতে বিনিয়োগের বিপরীতে প্রাপ্ত বোনাস শেয়ার বিক্রি করে কোম্পানিটির নিট মুনাফায় বড় উত্থান হয়েছে। ওই সময় শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) ১৩২০ শতাংশ বেড়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির চলতি অর্থবছরের ৯ মাসে (জুলাই’২১-মার্চ’২২) ইপিএস হয়েছে ১.৪২ টাকা। যার পরিমাণ আগের অর্থবছরের একই সময়ে হয়েছিল ০.১০ টাকা। এ হিসাবে কোম্পানিটির ইপিএস ১.৩২ টাকা বা ১৩২০ শতাংশ বেড়েছে।
এদিকে কোম্পানিটির চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২২) ইপিএস হয়েছে ০.৪৬ টাকা। আগের অর্থবছরের একই সময়ে লোকসান হয়েছিল ০.১২ টাকা। এ হিসাবে কোম্পানিটির ইপিএস ০.৫৮ টাকা বা ৪৮৩ শতাংশ বেড়েছে।
২০২২ সালের ৩১ মার্চ কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৫.৪৮ টাকায়।
বিজনেস আওয়ার/২২ এপ্রিল, ২০২২/পিএস