ঢাকা , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ভারতকে যুদ্ধবিমান বানাতে সহযোগিতা করবে যুক্তরাজ্য

  • পোস্ট হয়েছে : ১০:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ২৩ এপ্রিল ২০২২
  • 38

বিজনেস আওয়ার প্রতিবেদক : রাশিয়ার সমরাস্ত্রের ওপর নির্ভরতা কমাতে ভারতকে নিজস্ব যুদ্ধবিমান বানাতে সহায়তা করবে যুক্তরাজ্য। ভারত সফররত ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন শুক্রবার এ ঘোষণা দিয়েছেন। শুক্রবার সফরের দ্বিতীয় দিনে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে এই সহযোগিতার ঘোষণা দেন বরিস।

বৈঠক সূত্রের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, পরবর্তী প্রজন্মের প্রতিরক্ষা ও নিরাপত্তা সহায়তার বিষয়ে মোদিকে প্রতিশ্রুতি দিয়েছেন জনসন। এই প্রতিশ্রুতির মধ্যে ভারতকে যুদ্ধবিমান তৈরির সহায়তার বিষয়টিও রয়েছে।

ভারতীয় কর্মকর্তারা জানিয়েছেন, সমরাস্ত্রের ক্ষেত্রে রাশিয়ার ওপর থেকে ভারতের নির্ভরতা কমাতে সহযোগিতা করতে চান ব্রিটিশ প্রধানমন্ত্রী। এর জন্য ভারতের সঙ্গে ব্রিটেনের অর্থনৈতিক ও সামরিক সম্পর্ক আরও জোরদার করতে চান তিনি।

প্রসঙ্গত, রাশিয়া থেকে বিপুল পরিমাণ সমরাস্ত্র আমদানি করে ভারত। ২০১৬ থেকে ২০২০ সাল পর্যন্ত ভারতের আমদানি করা অস্ত্রের ৫০ শতাংশই এসেছে রাশিয়া থেকে।

বিজনেস আওয়ার/২৩ এপ্রিল, ২০২২/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

ভারতকে যুদ্ধবিমান বানাতে সহযোগিতা করবে যুক্তরাজ্য

পোস্ট হয়েছে : ১০:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ২৩ এপ্রিল ২০২২

বিজনেস আওয়ার প্রতিবেদক : রাশিয়ার সমরাস্ত্রের ওপর নির্ভরতা কমাতে ভারতকে নিজস্ব যুদ্ধবিমান বানাতে সহায়তা করবে যুক্তরাজ্য। ভারত সফররত ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন শুক্রবার এ ঘোষণা দিয়েছেন। শুক্রবার সফরের দ্বিতীয় দিনে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে এই সহযোগিতার ঘোষণা দেন বরিস।

বৈঠক সূত্রের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, পরবর্তী প্রজন্মের প্রতিরক্ষা ও নিরাপত্তা সহায়তার বিষয়ে মোদিকে প্রতিশ্রুতি দিয়েছেন জনসন। এই প্রতিশ্রুতির মধ্যে ভারতকে যুদ্ধবিমান তৈরির সহায়তার বিষয়টিও রয়েছে।

ভারতীয় কর্মকর্তারা জানিয়েছেন, সমরাস্ত্রের ক্ষেত্রে রাশিয়ার ওপর থেকে ভারতের নির্ভরতা কমাতে সহযোগিতা করতে চান ব্রিটিশ প্রধানমন্ত্রী। এর জন্য ভারতের সঙ্গে ব্রিটেনের অর্থনৈতিক ও সামরিক সম্পর্ক আরও জোরদার করতে চান তিনি।

প্রসঙ্গত, রাশিয়া থেকে বিপুল পরিমাণ সমরাস্ত্র আমদানি করে ভারত। ২০১৬ থেকে ২০২০ সাল পর্যন্ত ভারতের আমদানি করা অস্ত্রের ৫০ শতাংশই এসেছে রাশিয়া থেকে।

বিজনেস আওয়ার/২৩ এপ্রিল, ২০২২/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: