ঢাকা , সোমবার, ১৪ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

আইপিএলে এক আসরে দ্বিতীয় সর্বোচ্চ সেঞ্চুরিয়ান বাটলার

  • পোস্ট হয়েছে : ০১:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৩ এপ্রিল ২০২২
  • 316

বিজনেস আওয়ার প্রতিবেদক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ইতিহাসে এক মৌসুমে সবচেয়ে বেশি সেঞ্চুরি হাঁকানোদের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছেন জস বাটলার। বাটলার ক্রিস গেই, হাশিম আমলা, ওয়াটসন এবং শিখর ধাওয়ানকে পেছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে আসে। এই তালিকায় শীর্ষে আছেন বিরাট কোহলি।

শুক্রবার। মুম্বাইর ওয়াংখেড়ে স্টেডিয়ামে এদিন ঝড় তোলেন রাজস্থান রয়্যালসের ইংলিশ ব্যাটসম্যান। মাত্র ৫৭ বলে ৮টি চার ও সমান সংখ্যক ছক্কায় সেঞ্চুরি পূর্ণ করেন। শেষ পর্যন্ত ৬৫ বলে ৯টি চার ও ৯ ছক্কায় ১১৬ রান করে আউট হন তিনি মোস্তাফিজুর রহমানের বলে।

এর আগে তিনি ২ এপ্রিল মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ১০০ রান করেছিলেন। ১৮ এপ্রিল আগের ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে করেছিলেন ১০৩ রান। আর শুক্রবার দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে করেন ১১৬ রান।

শুধু তাই নয় আইপিএলের ইতিহাসে তিনি দ্বিতীয় ব্যাটসম্যান যিনি ব্যাক টু ব্যাক সেঞ্চুরি হাঁকিয়েছেন। ধাওয়ান ২০২০ সালে হাঁকিয়েছিলেন ব্যাক টু ব্যাক সেঞ্চুরি। চলতি আইপিএলে তিনি ৭ ইনিংসে ৮১.৮৩ গড়ে ৪৯১ রান করে সর্বোচ্চ রান সংগ্রহাকদের তালিকায় শীর্ষে আছেন। দ্বিতীয় স্থানে থাকা লোকেশ রাহুলের সংগ্রহ ৭ ইনিংসে ২৬৫ রান।

বাটলারের ১১৬, দেবদূত পাড্ডিকালের ৫৪ ও সঞ্জু স্যামসনের অপরাজিত ৪৬ রানের ইনিংসে ভর করে রাজস্থান ২ উইকেট হারিয়ে ২২২ রানের বড় সংগ্রহ দাঁড় করে।

জবাবে ৮ উইকেট হারিয়ে ২০৭ রানের বেশি করতে পারেনি দিল্লি ক্যাপিটালস। ব্যাট হাতে দিল্লির ঋষভ পন্ত ৪৪, পৃথ্বি’শ ৩৭, ললিত যাদব ৩৭, রোভম্যান পাওয়েল ৩৬ ও ডেভিড ওয়ার্নার ২৮ রান করেন।

বিজনেস আওয়ার/২৩ এপ্রিল, ২০২২/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

আইপিএলে এক আসরে দ্বিতীয় সর্বোচ্চ সেঞ্চুরিয়ান বাটলার

পোস্ট হয়েছে : ০১:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৩ এপ্রিল ২০২২

বিজনেস আওয়ার প্রতিবেদক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ইতিহাসে এক মৌসুমে সবচেয়ে বেশি সেঞ্চুরি হাঁকানোদের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছেন জস বাটলার। বাটলার ক্রিস গেই, হাশিম আমলা, ওয়াটসন এবং শিখর ধাওয়ানকে পেছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে আসে। এই তালিকায় শীর্ষে আছেন বিরাট কোহলি।

শুক্রবার। মুম্বাইর ওয়াংখেড়ে স্টেডিয়ামে এদিন ঝড় তোলেন রাজস্থান রয়্যালসের ইংলিশ ব্যাটসম্যান। মাত্র ৫৭ বলে ৮টি চার ও সমান সংখ্যক ছক্কায় সেঞ্চুরি পূর্ণ করেন। শেষ পর্যন্ত ৬৫ বলে ৯টি চার ও ৯ ছক্কায় ১১৬ রান করে আউট হন তিনি মোস্তাফিজুর রহমানের বলে।

এর আগে তিনি ২ এপ্রিল মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ১০০ রান করেছিলেন। ১৮ এপ্রিল আগের ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে করেছিলেন ১০৩ রান। আর শুক্রবার দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে করেন ১১৬ রান।

শুধু তাই নয় আইপিএলের ইতিহাসে তিনি দ্বিতীয় ব্যাটসম্যান যিনি ব্যাক টু ব্যাক সেঞ্চুরি হাঁকিয়েছেন। ধাওয়ান ২০২০ সালে হাঁকিয়েছিলেন ব্যাক টু ব্যাক সেঞ্চুরি। চলতি আইপিএলে তিনি ৭ ইনিংসে ৮১.৮৩ গড়ে ৪৯১ রান করে সর্বোচ্চ রান সংগ্রহাকদের তালিকায় শীর্ষে আছেন। দ্বিতীয় স্থানে থাকা লোকেশ রাহুলের সংগ্রহ ৭ ইনিংসে ২৬৫ রান।

বাটলারের ১১৬, দেবদূত পাড্ডিকালের ৫৪ ও সঞ্জু স্যামসনের অপরাজিত ৪৬ রানের ইনিংসে ভর করে রাজস্থান ২ উইকেট হারিয়ে ২২২ রানের বড় সংগ্রহ দাঁড় করে।

জবাবে ৮ উইকেট হারিয়ে ২০৭ রানের বেশি করতে পারেনি দিল্লি ক্যাপিটালস। ব্যাট হাতে দিল্লির ঋষভ পন্ত ৪৪, পৃথ্বি’শ ৩৭, ললিত যাদব ৩৭, রোভম্যান পাওয়েল ৩৬ ও ডেভিড ওয়ার্নার ২৮ রান করেন।

বিজনেস আওয়ার/২৩ এপ্রিল, ২০২২/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: