ঢাকা , শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েই চলেছে

  • পোস্ট হয়েছে : ১০:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২০
  • 65

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা দিনদিন বেড়েই চলেছে। বিশ্বজুড়ে করোনায় আক্রান্তের সংখ্যা ১ কোটি ৫৩ লাখ ছাড়িয়েছে। সেইসঙ্গে মৃতের সংখ্যা বেড়ে ৬ লাখ ৩০ হাজারে পৌঁছেছে।

ওয়ার্ল্ডমিটারের পরিসংখ্যানে বলা হয়েছে, গত একদিনে বিশ্বের ২ লাখ ৭৯ হাজার ৭৬৭ জনের দেহে মিলেছে করোনার সংক্রমণ। এতে করে আক্রান্তের সংখ্যা বেড়ে ১ কোটি ৫৩ লাখ ৬৫ হাজার ৩২৪ জনে দাঁড়িয়েছে। প্রাণ ঝরেছে আরও ৭ হাজার ১১৩ জনের। এতে মৃতের সংখ্যা ৬ লাখ ২৯ হাজার ৩৪৩ জনে ঠেকেছে।

করোনার ছোবলে গেল ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ব্রাজিলে। লাতিন দেশটিতে মারা গেছে ১ হাজার ২৯৩ জনের। একই সময়ে ব্রাজিলে শনাক্ত হয়েছে ৬৫ হাজার ৩৩৯ জন কোভিড-নাইনটিন রোগী। ব্রাজিলে আক্রান্ত ২২ লাখ ৩১ হাজার ছাড়িয়েছে। মৃতের সংখ্যা ৮২ হাজার ৮৯০ জনের।

যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় মারা গেছে ১ হাজার ১৮৩ জন। তালিকার তিনে থাকা ভারতে মৃত্যু হয়েছে ১ হাজার ১২০ জনের। গেল ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে নতুন করে আক্রান্ত ৭১ হাজার ২১৪ জন। ট্রাম্পের দেশে মোট আক্রান্তের সংখ্যা ৪১ লাখ ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে ১ লক্ষ ৪৬ হাজারের বেশি।

এশিয়ার দেশ ভারতে আক্রান্ত হয়েছে ৪৫ হাজার ৫৯৯ জন। মোট ২৯ হাজার ৮৯০ জনের মৃত্যু হয়েছে ভারতে। আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১২ লাখ সাড়ে ৩৯ হাজারের বেশি।

রাশিয়ায় সংক্রমিতের সংখ্যা ৭ লাখ ৮৯ হাজার ছাড়িয়ে গেছে। দেশটিতে এখন পর্যন্ত ১২ হাজার ৭৪৫ জন মানুষের মৃত্যু হয়েছে করোনায়। দক্ষিণ আফ্রিকায় এখন পর্যন্ত৩ লাখ ৯৫ হাজার জনের করোনা শনাক্ত হয়েছে। আর মৃত্যু হয়েছে ৫ হাজার ৯৪০ জনের।

লাতিন আমেরিকার আরেক দেশ পেরুতেও আক্রান্ত ৩ লাখ সাড়ে সাড়ে ৬৬ হাজারের বেশি। যেখানে মৃতের সংখ্যা ১৭ হাজার ৪৫৫ জন। উত্তর আমেরিকার দেশ মেক্সিকোয় আক্রান্ত ৩ লাখ ৫৬ হাজার পেরিয়েছে। প্রাণ গেছে ৪০ হাজার ৪০০ জন মানুষের।

চিলিতে সংক্রমণ ৩ লাখ ৩৬ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে ৮ হাজার ৭২২ জনের প্রাণ কেড়েছে করোনা। স্পেনে আক্রান্ত ৩ লাখ সাড়ে ১৪ হাজারের অধিক। প্রাণ গেছে সেখানে ২৮ হাজার ৪২৬ জনের। যুক্তরাজ্যে সংক্রমিতের সংখ্যা ২ লাখ ৯৬ হাজারের বেশি। যেখানে মৃত্যু হয়েছে ৪৫ হাজার ৫০১ জনের।

মধ্যপ্রাচ্যের ইসলামী প্রজাতান্ত্রিক দেশ ইরানে করোনার শিকার ২ লাখ ৮১ হাজারের বেশি মানুষ। প্রাণহানি ঘটেছে ১৪ হাজার ৪৫৩ জনের।

দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তানে করোনার শিকার ২ লাখ ৬৭ হাজারের অধিক। মৃত্যু হয়েছে ৫ হাজার ৬৭৭ জনের। সৌদি আরবে এখন পর্যন্ত করোনা রোগীর সংখ্যা ২ লাখ ৫৮ হাজার। এর মধ্যে প্রাণ হারিয়েছেন ২ হাজার ৬০১ জন।

ইতালিতে ২ লাখ ৪৫ হাজারের বেশি করোনার ভুক্তভোগী। এর মধ্যে পৃথিবী ছেড়েছেন ৩৫ হাজার ৮২ জন।
তুরস্কে করোনার ভুক্তভোগী ২ লাখ সাড়ে ২২ হাজার মানুষ। যেখানে প্রাণহানি ঘটেছে ৫ হাজার ৫৪৫ জনের।

আর বাংলাদেশে স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্যমতে, গতকাল বুধবার পর্যন্ত আক্রান্তের সংখ্যা ২ লাখ ১৩ হাজার ২৫৪ জন। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ২ হাজার ৭৫১ জনের। আর সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ১ লাখ ১৭ হাজার ২০২ জন ভুক্তভোগী।

বিজনেস আওয়ার/২৩ জুলাই, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েই চলেছে

পোস্ট হয়েছে : ১০:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা দিনদিন বেড়েই চলেছে। বিশ্বজুড়ে করোনায় আক্রান্তের সংখ্যা ১ কোটি ৫৩ লাখ ছাড়িয়েছে। সেইসঙ্গে মৃতের সংখ্যা বেড়ে ৬ লাখ ৩০ হাজারে পৌঁছেছে।

ওয়ার্ল্ডমিটারের পরিসংখ্যানে বলা হয়েছে, গত একদিনে বিশ্বের ২ লাখ ৭৯ হাজার ৭৬৭ জনের দেহে মিলেছে করোনার সংক্রমণ। এতে করে আক্রান্তের সংখ্যা বেড়ে ১ কোটি ৫৩ লাখ ৬৫ হাজার ৩২৪ জনে দাঁড়িয়েছে। প্রাণ ঝরেছে আরও ৭ হাজার ১১৩ জনের। এতে মৃতের সংখ্যা ৬ লাখ ২৯ হাজার ৩৪৩ জনে ঠেকেছে।

করোনার ছোবলে গেল ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ব্রাজিলে। লাতিন দেশটিতে মারা গেছে ১ হাজার ২৯৩ জনের। একই সময়ে ব্রাজিলে শনাক্ত হয়েছে ৬৫ হাজার ৩৩৯ জন কোভিড-নাইনটিন রোগী। ব্রাজিলে আক্রান্ত ২২ লাখ ৩১ হাজার ছাড়িয়েছে। মৃতের সংখ্যা ৮২ হাজার ৮৯০ জনের।

যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় মারা গেছে ১ হাজার ১৮৩ জন। তালিকার তিনে থাকা ভারতে মৃত্যু হয়েছে ১ হাজার ১২০ জনের। গেল ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে নতুন করে আক্রান্ত ৭১ হাজার ২১৪ জন। ট্রাম্পের দেশে মোট আক্রান্তের সংখ্যা ৪১ লাখ ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে ১ লক্ষ ৪৬ হাজারের বেশি।

এশিয়ার দেশ ভারতে আক্রান্ত হয়েছে ৪৫ হাজার ৫৯৯ জন। মোট ২৯ হাজার ৮৯০ জনের মৃত্যু হয়েছে ভারতে। আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১২ লাখ সাড়ে ৩৯ হাজারের বেশি।

রাশিয়ায় সংক্রমিতের সংখ্যা ৭ লাখ ৮৯ হাজার ছাড়িয়ে গেছে। দেশটিতে এখন পর্যন্ত ১২ হাজার ৭৪৫ জন মানুষের মৃত্যু হয়েছে করোনায়। দক্ষিণ আফ্রিকায় এখন পর্যন্ত৩ লাখ ৯৫ হাজার জনের করোনা শনাক্ত হয়েছে। আর মৃত্যু হয়েছে ৫ হাজার ৯৪০ জনের।

লাতিন আমেরিকার আরেক দেশ পেরুতেও আক্রান্ত ৩ লাখ সাড়ে সাড়ে ৬৬ হাজারের বেশি। যেখানে মৃতের সংখ্যা ১৭ হাজার ৪৫৫ জন। উত্তর আমেরিকার দেশ মেক্সিকোয় আক্রান্ত ৩ লাখ ৫৬ হাজার পেরিয়েছে। প্রাণ গেছে ৪০ হাজার ৪০০ জন মানুষের।

চিলিতে সংক্রমণ ৩ লাখ ৩৬ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে ৮ হাজার ৭২২ জনের প্রাণ কেড়েছে করোনা। স্পেনে আক্রান্ত ৩ লাখ সাড়ে ১৪ হাজারের অধিক। প্রাণ গেছে সেখানে ২৮ হাজার ৪২৬ জনের। যুক্তরাজ্যে সংক্রমিতের সংখ্যা ২ লাখ ৯৬ হাজারের বেশি। যেখানে মৃত্যু হয়েছে ৪৫ হাজার ৫০১ জনের।

মধ্যপ্রাচ্যের ইসলামী প্রজাতান্ত্রিক দেশ ইরানে করোনার শিকার ২ লাখ ৮১ হাজারের বেশি মানুষ। প্রাণহানি ঘটেছে ১৪ হাজার ৪৫৩ জনের।

দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তানে করোনার শিকার ২ লাখ ৬৭ হাজারের অধিক। মৃত্যু হয়েছে ৫ হাজার ৬৭৭ জনের। সৌদি আরবে এখন পর্যন্ত করোনা রোগীর সংখ্যা ২ লাখ ৫৮ হাজার। এর মধ্যে প্রাণ হারিয়েছেন ২ হাজার ৬০১ জন।

ইতালিতে ২ লাখ ৪৫ হাজারের বেশি করোনার ভুক্তভোগী। এর মধ্যে পৃথিবী ছেড়েছেন ৩৫ হাজার ৮২ জন।
তুরস্কে করোনার ভুক্তভোগী ২ লাখ সাড়ে ২২ হাজার মানুষ। যেখানে প্রাণহানি ঘটেছে ৫ হাজার ৫৪৫ জনের।

আর বাংলাদেশে স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্যমতে, গতকাল বুধবার পর্যন্ত আক্রান্তের সংখ্যা ২ লাখ ১৩ হাজার ২৫৪ জন। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ২ হাজার ৭৫১ জনের। আর সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ১ লাখ ১৭ হাজার ২০২ জন ভুক্তভোগী।

বিজনেস আওয়ার/২৩ জুলাই, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: