বিজনেস আওয়ার প্রতিবেদক : বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে আরো পাঁচ লাখ নতুন করে শনাক্ত হয়েছে। আর ভাইরাসটিতে একদিনে দেড় হাজার মানুষ প্রাণ হারিয়েছে। রবিবার (২৪ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার সূত্রে এ তথ্য জানা গেছে।
রবিবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৫০ কোটি ৯২ লাখ ২৩ হাজার ৬২৩ জন। আগের দিন একই সময় পর্যন্ত ভাইরাসটিতে শনাক্ত হয়েছিল ৫০ কোটি ৮৭ লাখ ০১ হাজার ৪০৬ জন। এহিসেব একদিনে ভাইরাসটিতে শনাক্ত হয়েছে পাঁচ লাখ ২২ হাজার ২১৭ জন।
রবিবার সকাল সাড়ে ১০টায় পর্যন্ত ভাইরাসটিতে বিশ্বে প্রাণ হারিয়েছে ৬২ লাখ ৪২ হাজার ৬২৫ জন। আগের দিন একই সময় পর্যন্ত প্রাণ হারিয়েছিল ৬২ লাখ ৪০ হাজার ৬২৫ জন। এহিসেবে এক দিনে ভাইরাসটিতে এক হাজার ৬১৮ জন প্রাণ হারিয়েছে। আর ভাইরাসটি থেকে একই সময় পর্যন্ত বিশ্বে সুস্থ হয়েছে ৪৬ কোটি ১৬ লাখ ৭৫ হাজার ৪৪৯ জন।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৮ কোটি ২৬ লাখ ৪৯ হাজার ৭৭৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১০ লাখ ১৮ হাজার ৩১৬ জন মানুষ মারা গেছেন।
করোনায় ভারতে করোনা শনাক্ত হয়েছে ৪ কোটি ৩০ লাখ ৫৭ হাজার ৫৪৫ জন। মারা গেছেন ৫ লাখ ২২ হাজার ১৯৩ জন। আর ব্রাজিলে ৩ কোটি ০৩ লাখ ৪৫ হাজার ৬৫৪ জনের শনাক্ত হয়েছে। মারা গেছেন ৬ লাখ ৬২ হাজার ৬৬৩ জন।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।
বিজনেস আওয়ার/২৪ এপ্রিল, ২০২২/কমা